sarkari chakri:

MTS সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, বেতন ১৫ হাজার ৮০০ টাকা: ICMR Job

MTS সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ: ICMR এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Indian Council of Medical Research।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

MTS সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীর এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল। যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন দিতে পারেন।

এই চাকরি বিজ্ঞপ্তি দিয়ে কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Indian Council of Medical Research এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি কে প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসের নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- NIIRNCD/MissionModeProj/ExpOtherSalart/2023

পোস্ট তারিখ:- সঠিক ভাবে উল্লেখ করা নেই।

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের 4 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Research Associate – I
2.Consultant
3.Project Technical Support
4.Project Multi Tasking Staff

শিক্ষাগত যোগ্যতা:- ওপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের চাওয়া হয়েছে। তবে কিছু পদে উচ্চ মাধ্যমিক পাস থেকে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।

বেতন:- এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে নিম্নে উল্লেখিত ক্রম অনুযায়ী :

পদ মাসিক বেতন
Research AssociateI 47000 টাকা + HRA
Project Multi Tasking Staff15,800 টাকা + HRA
Consultant – Scientific100,000 টাকা
Project Technical Support – III28,000 টাকা + HRA

আবেদন পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সেদিক সমস্ত ডকুমেন্টস সহযোগে ইন্টারভিউ স্থানে গিয়ে চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউয়ের সময় ও তারিখ:- এখানে ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে 10.07.2024 তারিখে সকাল 9টা থেকে।

মোট শুন্যপদ:- এখানে 6টি শূন্যপদে রয়েছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment