পশ্চিমবঙ্গ আয়কর বিভাগে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ আয়কর বিভাগে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ আয়কর বিভাগে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ আয়কর বিভাগে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ আয়কর বিভাগের তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে পুরুষ-মহিলা উভয়ই নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অসংখ্য এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন যোগ্য প্রার্থী এখানে আবেদন জানাতে পারে। যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিস্তারিত তথ্য আমরা আজকের প্রতিবেদন দিয়ে রাখবো।

পোস্ট তারিখ:

নির্দিষ্ট ভাবে উল্লেখ নেই।

বিজ্ঞাপন নাম্বার:

Pr.CCIT/WBS/Admin/DC/Gen/YPS/2023-24/=





কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:

এখানে সম্পন্ন ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

আবেদন পদ্ধতি:

প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি ফিলাপ করে এবং তাতে সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস্ সংযুক্ত করতে হবে। এবং তাতে একটি পাসপোর্ট পাইজ এর ছবি ও নিজের সই করতে হবে এবং শেষে এই সমস্ত রকম কাগজে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট সেখান ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Office of The Principle Chief Commissioner of Income Tax, West Bengal & Sikkim, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069.

প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রথমে লিখিত পরীক্ষা ও তারপর ইন্টারভিউ এর মাধ্যমে এখানে চাকরিবাজদের নিয়োগ করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে:

পশ্চিমবঙ্গ আয়কর বিভাগ

শূন্যপদ:

মোট শূন্যপদ আছে ০৪ টি

কোন পদে নিয়োগ হবে:

Young Professional পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন:

মাসিক 40,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।

বয়স:

01.01.23 অনুসারে  35 বছরের মধ্যে হতে হবে। কিন্তূ , সংরক্ষিত শ্রেণীর ব্যক্তিরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকবে।





আবেদন মূল্য:

কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ:

10.09.2023

অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র : Click Here

অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment