Export Import Bank of India তে কর্মী নিয়োগ, গ্রাজুয়েশন পাসে

Export Import Bank of India তে কর্মী নিয়োগ: Export Import Bank of India এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারতীয় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোন জায়গা থেকে উপযুক্ত যোগ্য পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজে এখানে আবেদন জানাতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

Export Import Bank of India তে কর্মী নিয়োগ

Export Import Bank of India তে কর্মী নিয়োগ
Export Import Bank of India তে কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নং: HRM/MT/2023-24/01

পোস্ট তারিখ: 21.10.2023

কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে: এখানে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লাগবে। এর সঙ্গে লাগবে চাকরি পার্কে সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস্।

আবেদন পদ্ধতি: প্রথমে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যাদি দিয়ে নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করে যাবতীয় সমস্ত রকম ডিটেলস দিয়ে আবেদন পত্রটি যত্ন সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ স্ক্যান করে আপলোড করে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই এপ্লিকেশনটি সম্পূর্ণ হবে।

মোট শুন্যপদ: 45টি

কোন সংস্থা নিয়োগটি করছে: Export Import Bank of India.

কোন কোন পদে নিয়োগ হবে:

  1. Banking Operations – 35টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশন সহ ফাইনান্সে MBA/PGDBA/Chartered Accountants করা থাকতে হবে।

2.Digital Technology – 7টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য চাকরিপ্রার্থীদের Computer Science/Information Technology/Electronics & Communication এ B.Ed/B.Tech করা থাকতে হবে।

3.Rajbhasha – 2টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য প্রার্থীদের হিন্দি ভাষায় Master’s ডিগ্রি করা থাকতে হবে।

4.Administration – 1টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের Hotel & Hospitality Management/Facilities Management এ Master’s করা থাকতে হবে।

বয়সসীমা: ওপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রে বয়স 2023 সালের হিসেবে 21 থেকে 25 বছরের মধ্যে চাওয়া হয়েছে।

বেতনক্রম: এখানে সমস্ত পদে মাসিক বেতন বাবদ 55,000 টাকা দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ওতে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষার তারিখ: December 2033

ইন্টারভিউ এর তারিখ: January 2022.

আবেদন মূল্য: UR & OBC শ্রেণীর প্রার্থীদের 600 টাকা ও SC,ST,PWD,EWS এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: 10.11.2023

অফিসিয়াল বিজ্ঞপ্তি

অফিসিয়াল ওয়েবসাইট

Central Bank of India তে কর্মী নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment