sarkari chakri:

Wbpsc Clerkship 2024 ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল – দেখে নিন step by step

Wbpsc Clerkship 2024 ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত clerkship 2024 এর আবেদন আরম্ভ হয়ে গেলো। এর দ্বারা সারা রাজ্য জুড়ে প্রায় 6000 ক্লার্ক নিয়োগ হবে। রাজ্য সরকারের এই বিরাট নিয়োগের আজকের প্রতিবেদনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

Wbpsc Clerkship 2024 ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল

Wbpsc Clerkship 2024 ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল
Wbpsc Clerkship 2024 ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল

আবেদন শুরু – 08.12.2023

WBPSC Clerk From Fillup: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আবেদনের প্রক্রিয়া নিম্নে step by step দেখানো হলো –

স্টেপ 1 – সবার প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট Public Service Comission তে ভিজিট করতে হবে।

স্টেপ 2 – সেখানে গিয়ে ডান দিকের apply online অপশনে ক্লিক করুন।

স্টেপ 3 – তার পর একটা নতুন পেজ খুলবে, সেখানে আপনারা দেখাতে পারবেন Guideline, Registration,Apply এই তিনটি অপশন।

স্টেপ 4 – আপনারা যেহেতু নতুন Candidate তার জন্য রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করতে হবে, সেখানে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সেটা সম্পূর্ণ করতে হবে। যদি আপনারা কোনো দিন PSC এর মাধ্যমে কোনো চাকরির আবেদন করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করার দরকার নেই।

স্টেপ 5 – তার পর রেজিস্ট্রেশন এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

স্টেপ 6 – তারপর আপনাদের নিজস্ব পাসপোর্ট ছবি ও সই আপলোড করতে হবে, দিয়ে সেখানে আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে ।

স্টেপ 7 – যাবতীয় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

স্টেপ 8 – সবার শেষে আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। শেষে অবশ্যই কিন্তু আবেদন ফর্মটির কপিটা ডাউনলোড করে নেবেন।

আবেদন শেষ – 29.12.2023

বি:দ্রঃ – এখানে আবেদনের সময় কোনো রকম Edit Features থাকবে না, সুতরাং ঠান্ডা মাথায় আবেদনটি সম্পূর্ণ করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট

অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন: রাজ্যের সরকারি কর্মচারীদের DA বাড়ালো সরকার

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment