Anthropological Survey of India তে কর্মী নিয়োগ: Antropoligical Survey of India এর তরফ থেকে নতুন একটি চাকরির বিষয়টি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় লাইব্রেরী এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারত সরকারের Ministry of Culture এর Antropoligical Survey of India . পশ্চিমবঙ্গ যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজে এখানে চাকরি করার জন্য আবেদন জানাতে পারেন।
Anthropological Survey of India তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন নং: 2-158/2015/Estt.
পোষ্ট তারিখ: সঠিক ভাবে উল্লেখ করা নেই।
কোন সংস্থা নিয়োগটি করছে: Anthropological Survey of India
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে: এখানে সম্পন্ন হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য যে অফিসিয়াল নোটিশে আবেদন পত্রটি দেওয়া রয়েছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং তার সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Director of Anthropological Survey of India, Govt of India, Ministry of Culture, E.N. – Sector V, Saltlake City, Kolkata – 7000091
কোন পদে নিয়োগ করা হবে: Library and Information Assistant.
মোট শুন্যপদ: 12টি।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে হলে চাকরি-তার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাশ থাকতে হবে এবং লাইব্রেরীতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 2023 সালের হিসেবে চাকরিপ্রার্থীদের বয়স 56 বছরের মধ্যে হতে হবে।
বেতন: যেখানে নিযুক্ত প্রার্থীদের মাসিক 9300 থেকে 34000 টাকা পযন্ত বেতন দেওয়া হবে। সেটা অবশ্য কাজের অভিজ্ঞতা ভিত্তিতে।
প্রার্থী বাছাই পদ্ধতি: সরাসরি কম্পিউটার টেষ্ট এর মাধ্যমে এখানে নিয়োগটি সম্পন্ন হবে। কোনরকম ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা হবে না।
আবেদন মূল্য: কোন রকম আবেদন মূল্য লাগবে না এখানে আবেদনের জন্য।
আবেদনের শেষ তারিখ: 30.12.2023
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি