গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে যে পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবলের নোটিশ বেরিয়েছিল গতকাল অর্থাৎ 11 ই ডিসেম্বর 2023 তারিখে West Bengal police recruitment board (WBPRB) তার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 18 ই ডিসেম্বর 2023 তারিখে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, রিপোর্টিং টাইম সহ গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়া রয়েছে। নীচে WBP Lady Constable 2023 Admit Card Download Link এবং বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
WBP Lady Constable 2023 Admit Card Download Link
Step To Step Download WBP Lady Constable Admit Card
স্টেপ 1: প্রথমে West Bengal Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ 2: তারপর Recruitment Tab এ ক্লিক করে WBP Lady Constable PMT PET Admit Card 2023 ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর User ID and password দিয়ে login করার পর Submit বাটনে Click করতে হবে।
স্টেপ 4: তারপরে আপনার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে প্রদর্শিত হবে। তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নেবেন।
ফাইনালে লিখিত পরীক্ষার ধরন : লিখিত পরীক্ষাটি হবে মূলত ৮৫ নম্বরের। প্রত্যেকটি প্রশ্নের জন্য ০১ এক নম্বর করে দেওয়া হবে। পরীক্ষাটি OMR sheet এ দিতে হবে এবং সময় থাকবে ১ ঘন্টা।
এর পাশাপাশি প্রার্থীদের শারীরিক দক্ষতা ও দেখাতে হবে। ০৪ মিনিট ৩০ সেকেন্ডে প্রার্থীদের ৮০০ মিটার দৌড়াতে হবে। এই শারীরিক দক্ষতাতে প্রার্থীদের ১৫ নাম্বার থাকবে। অর্থাৎ লেডি কনস্টেবল পরীক্ষাটি মূলত 100 নাম্বারের হবে।
বোর্ডের নাম | West Bengal Police Recruitment Board(WBPRB) |
WBP Lady Constable PMT PET Admit Card প্রকাশের তারিখ | 11 ই ডিসেম্বর 2023 |
পরীক্ষার নাম | WBP Lady Constable PMT PET |
পরীক্ষার তারিখ | 18 ই ডিসেম্বর 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
Download Admit Card | WB Police Lady Constable Admit Card 2023 Download |
আরও পড়ুন: Wbpsc Clerkship ফর্ম ফিলাপ আবেদন শুরু হয়ে গেল