মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর জানিয়ে দিল পর্ষদ: আর মাত্র কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, সেটা হলো যে কোনো রকম শিক্ষার্থীদের জীবনের সর্ব প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। যার রুটিন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এটি অনুষ্ঠিত কবে আগামী বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে। ফলে সমস্ত পরীক্ষার্থীর প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর জানিয়ে দিল পর্ষদ
এর পাশাপাশি পর্ষদও তাদের সমস্ত রকম প্রস্তুতি সেরে নিচ্ছে। আর একদিকে আবার মাত্র হতে গোনা কয়েক দিনের মধ্যে আসতে চলেছে নতুন বছর, সেটা নিয়ে আবার সকলের উত্তেজনা একদম তুঙ্গে রয়েছে।মাধ্যমিক পরীক্ষার কিছুদিন বাকি থাকতে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলেও একটি বড়সড়ো বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি দেখে সকলের চোখ একদম কপালে উঠে গেছে। কি সেই বিজ্ঞপ্তি? কেনই বা তার জন্য সবার চোখ কপালে উঠে গেছে? দেখে নিন সবকিছু।
এর পাশাপাশি মাধ্যমিক শিক্ষা পরিষদ জানিয়ে দিল যে, এবার থেকে মাধ্যমিক এর টেস্ট পেপার স্কুল থেকেই পাওয়া যাবে। হ্যাঁ, এটাই সত্যি। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2024 সালের মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে যে, ওই টেস্ট পেপার পরীক্ষার্থীদের হাতে খুব শীঘ্রই তুলে দেওয়া হবে।। এখন একটা কথাই বলবো যে, মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক… পরীক্ষার্থীদের কাছে টেস্ট পেপারের গুরুত্ব যে কতখানি সেটা একমাত্র সেই পরীক্ষার্থীরাই বোঝে। সেই গুরুত্বের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
এই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন জেলা স্কুল পরিদর্শক এর কাছে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে। বড়দিনের আগেই রাজ্যের প্রতিটা মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে টেক্সট পেপার তুলে দেওয়া হবে সেটা সুনিশ্চিত করেছে পর্ষদ।
পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সমস্ত জেলার স্কুল পরিদর্শকের দপ্তরের সরকার, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি। যেগুলি মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা হয়, তাদের পরীক্ষার জন্য কত টেস্ট পেপার প্রয়োজন, সেই সম্পর্কিত তথ্য দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে, টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র থাকছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Swarnima Scheme