রাজ্যে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে Staff Nurse এবং Community Health Assistant পদে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Health & Family Welfare Samiti। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন জানাতে পারেন।
রাজ্যে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পোস্ট তারিখ: ০৮.০১.২০২৪
বিজ্ঞাপন নং: DH&FW/COB/83
আবেদন পদ্ধতি : এখানে প্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ওই আবেদন পত্রটিকে প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং দু কপি পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভর্তি হবে। তারপর সেই মুখবন্ধ খামটিকে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
কোন সংস্থা নিয়োগ করছে: কোচবিহার জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর।
কোন কোন পদে নিয়োগ হবে: Staff Nurse এবং Community Health Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা : ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে যোগ্য যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা : Staff Nurse পদের ক্ষেত্রে প্রার্থীদের GNM পাস এবং Community Health Assistant পদের ক্ষেত্রে প্রার্থীদের ANM পাস যোগ্যতা থাকতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলতে হবে।
মোট শুন্যপদ : দুটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদ আছে ১৮ টি
মাসিক বেতন : Community Health Assistant প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,০০০ টাকা এবং Staff Nurse প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা দেওয়া হবে।
বয়স সীমা : উল্লিখিত দুই পদের প্রার্থীদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়সসীমা ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য: সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনমূল্য জমা দিতে হবে ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ : ১৬.০১.২০২৪
আরও পড়ুন: রাজ্যে কৃষিবিজ্ঞান দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি