sarkari chakri:

WBPSC Clearkship 2023 Exam Date Release। দেখে নিন কবে হবে পরীক্ষা?

WBPSC Clearkship 2023 Exam Date Release: এ বছরের WBPSC Clearkship এর আবেদন প্রক্রিয়া মাত্র দিন কয়েক আগে সম্পূর্ণ হলো, এ বছরে জানা গিয়েছে প্রায় এখানে 8 লক্ষ 40 হাজার পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। এটি কিন্তু আবার গতবারের তুলনায় বেশ অনেকটাই বেশি। এখনো পর্যন্ত এখানে মোট কতগুলি শূন্যপদ রয়েছে সেটা প্রকাশ্যে আনা হয়নি কিন্তু তার পরেও আবেদনকারীদের উৎসাহের সীমা একদম চরম পর্যায়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

WBPSC Clearkship 2023 Exam Date Release

WBPSC Clearkship 2023 Exam Date Release
WBPSC Clearkship 2023 Exam Date Release

তবে বিভিন্ন রকম সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, অন্তত 5 হাজারের বেশি শূন্য পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া যেহেতু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তার জন্য এখন প্রতিটি আবেদনকারী চাকরিপ্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে, WBPSC Clearkship 2023 এর পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে চলেছে?

আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে রাখলাম যে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2024 সালের জুন অথবা জুলাই মাস নাগাদ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।কিন্তু পর্ষদ জানিয়ে রেখেছে যে, এই পরীক্ষাটি একদমই নির্দিষ্ট নয় কারণ সামনে লোকসভা ভোট। তার জন্য এই পরীক্ষার তারিখ পরিবর্তিতও হতে পারে।

অফিসিয়াল নোটিশ অনুসারে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় সব মিলিয়ে 100 নাম্বারের MCQ প্রশ্ন থাকবে এবং এর জন্য সময় দেওয়া হবে 90 মিনিট। মেইন্স পরীক্ষায় থাকবে 100 নম্বরের বিশ্লেষক প্রশ্ন। এই পরীক্ষার প্রস্তুতির জন্য হাতে যদিও খুব বেশি সময় নেই। তারপরেও যতটুকু সময় রয়েছে প্রত্যেকটি মুহূর্তে নিজের জন্য ভালোভাবে কাজে লাগান আপনারা সবাই।

আরও পড়ুন: 35 বার ফেল করেও হাল ছাড়েননি IAS অফিসার বিজয় বর্ধন

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment