দীন দয়াল স্পর্শ যোজনা স্কলারশিপ:- ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমরা নিয়ে এলাম নতুন একটি স্কলারশিপের খবর। যার নাম হল ‘দীন দয়াল স্পর্শ যোজনা স্কলারশিপ’ । এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীরা প্রতি মাসে 500 টাকা অর্থাৎ বছরে 6000 টাকার বৃত্তি পেয়ে থাকবে। এই স্কলারশিপের সুবিধা কোন কোন ছাত্র-ছাত্রী উঠাতে পারে? কিভাবে স্কলারশিপ এ আবেদন জানাতে হবে? কোন কোন ডকুমেন্ট লাগবে এখানে আবেদনের জন্য? ইত্যাদি বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব আপনাদের সুবিধার্থে।
দীন দয়াল স্পর্শ যোজনা স্কলারশিপ
কোন কোন ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা নিতে পারবে:-
- সমস্ত ছাত্র-ছাত্রী এবং প্রার্থীদের অবশ্যই ভারতের একটি শিক্ষিত স্কুলের বর্তমান পাঠরত পড়ুয়া হতে হবে।
- সংশ্লিষ্ট স্কুলের নিজস্ব ‘ফিলাটেলি ক্লাব’ থাকতে হবে এবং আবেদনকারী শিক্ষার্থীকে সেই ক্লাবের সদস্য হতে হবে।
3.যদি স্কুলে কোনো ‘ফিলাটেলি ক্লাব’ না থাকে, তাহলে সেই স্কুলের ছাত্রদের নামও বিবেচনা করা যেতে পারে, যাদের নিজস্ব ‘ফিলাটেলি ডিপোজিট একাউন্ট’ আছে।
- প্রার্থীদের একাডেমিক রেকর্ড ভালো হতে হবে।
5.বৃত্তি দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করার সময়, এটি মনে রাখতে হবে যে প্রার্থীকে শেষ চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে পাস থাকতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 5% নম্বর এর ছাড় পাওয়া যাবে।
- আবেদনকারীর ছাত্র ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে।
উপরে উল্লিখিত সমস্ত তথ্য গুলি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কিভাবে আবেদন করবেন এখানে:-
- দীন দয়াল স্পর্শ যোজনা জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা পোস্টাল ব্যাংকের কুয়োর ব্যাংকিং সুবিধা শাখায় তাদের পিতা-মাতার সাথে একটি যৌথ একাউন্ট খুলতে হবে।
- প্রতিটি পোস্টাল সার্কেল ব্যক্তির জন্য ছাত্রদের নির্বাচন এবং বৃত্তি প্রদানের জন্য IPPB/POSB তে সুবিধাভোগীদের তালিকা জমা দেবে।
- দিয়ে IPPB/POSB নিশ্চিত করবে যে প্রতিটি নির্বাচিত ছাত্রকে তৈমাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করা হচ্ছে কিনা।
দীনদয়াল স্পর্শ যোজনা সুবিধা:-
- দীন দয়াল স্পর্শ যোজনা 2024 এর সুবিধা প্রতিটি স্কুলের পড়ুয়াদের দেওয়া হবে।
- পোস্টাল এরিয়ার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 10জন শিক্ষার্থীকে এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত করা হবে।
- এই প্রকল্পের অধীনে সর্বাধিক 40টি বৃত্তি প্রদান করা হবে।
- প্রতিমাসে 500 টাকার পূর্ণ বৃত্তি দেওয়া হবে।
- বৃত্তির জন্য শিক্ষার্থীদের শুধুমাত্র 1 বছরের জন্য নির্বাচন করা হবে।
- একজন শিক্ষার্থী একবার নির্বাচিত হলে আবার আবেদন করতে পারবে যদি সে অন্য সব শর্ত পূরণ করে।
- দীন দয়াল স্পর্শ যোজনা 2024 এর অধীনে, আপনাকে বার্ষিক 6000 বৃত্তি দেওয়া হবে যাতে আপনি সুবিধা জনক ভাবে যাবতীয় শিক্ষা পেতে পারেন।
উপরে সমস্ত পদক্ষেপ গুলি অনুসরণ করে, আপনি সহজেই এই ব্যক্তির জন্য আবেদন করতে পারেন এবং এর সুবিধা গুলি পেতে পারেন।
এই স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-
আবেদনকারী শিক্ষার্থীর –
1.আধার কার্ড 2. স্কুল আইডি কার্ড 3. ব্যাংক একাউন্ট 4. মোবাইল নং 5. পাসপোর্ট সাইজের ছবি
আবেদন পদ্ধতি:-
এই যোজনায় রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনাকে আপনার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যেতে হবে, তারপরে দিন্দয়াল স্পর্শ যেনার আবেদন পত্র তার কাছ থেকে নিতে হবে। তারপর আবেদন ফরমটি সমস্ত তথ্য সহযোগে নির্ভুলভাবে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনে সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন কর্মের সঙ্গে যুক্ত করতে হবে।। অবশেষে সেটিকে প্রধান শিক্ষক মহাসয়ের কাছে জমা করতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এর পরবর্তী ধাপ গুলি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত হবে।
আরও পড়ুন : সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প, ২০ টি প্রকল্পে আবেদন