জেলা পরিষদের স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ: কালিম্পং জেলা পরিষদের তরফ থেকে স্বচ্ছ ভারত মিশনের দায়িত্বে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় চুক্তির ভিত্তিতে 3টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে দার্জিলিং জেলা । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই আবেদন জানাতে পারেন।
জেলা পরিষদের স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
এই বিজ্ঞতিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই বিজ্ঞতিটি প্রকাশিত হয়েছে। যেটা আপনাদের সুবিদার্থে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।
বিজ্ঞাপন নং:- 29/KPG/SBM/GTA/2023-24
পোস্ট তারিখ:- 24.01.2024
কোন সংস্থা নিয়োগটি করছে:- Gorkhaland Territorial Administrative: Darjeeling & Kalimpong
আবেদন পদ্ধতি:- এখানে চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি , মোবাইল নং, ইমেল আইডি যদি লাগবে।
আবেদন পদ্ধতি:- সবার আগে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফরমটি প্রিন্ট করে নেবে। তারপর সমস্ত তথ্য দিয়ে একদম নির্ভুলভাবে আবেদন ফরমটি ফিলাপ করবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি তার ওপরে লাগিয়ে দেবে। তারপর প্রয়োজনে ডকুমেন্টগুলোর জেরক্স কপি এবং ফিলাপ করা ফর্ম, একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে উল্লেখিত ঠিকানায় সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
1.Office of the DM (General) Kalimpong
2.Project Director, DRDC, Lowis Jubilee Complex, Darjeeling
3.Boock Development Officer, Kalimpong I Block
4.Block Development Office, Lava Block
5.Block Development Office, Pedong Block
6.Block Development Office, Gorubathan Block
মোট শূন্যপদ:- 3টি
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের মোট 3 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হল –
1.Assistant District Coordinator
শূন্যপদ:- 1টি
যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Civil Engineering নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স:- 25 থেকে 35 বছরের মধ্যে বয়সি ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদনযোগ্য।
বেতন:- এই পদে নিযুক্ত হওয়া প্রার্থীদের মাসিক 24,000 টাকা বেতন দেওয়া হবে।
- District Coordinator
শূন্যপদ:- 1টি
যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Rural Development অথবা Public Health নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বয়স:- 30 থেকে 40 বছরের মধ্যে বয়সি ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদনযোগ্য।
বেতন:- এই পদে নিযুক্ত হওয়া প্রার্থীদের মাসিক 27,000 টাকা বেতন দেওয়া হবে।
3.Data Entry Operator (DEO)
শূন্যপদ:- 1টি
যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন শিক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন থাকতে হবে এবং এর পাশাপাশি Microsoft Office এ কাজ করার অভিজ্ঞতা ও কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স:- 21 থেকে 30 বছরের মধ্যে বয়সি ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদনযোগ্য।
বেতন:- এই পদে নিযুক্ত হওয়া প্রার্থীদের মাসিক 11,910 টাকা বেতন দেয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা:- 1 বছর
আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, আবেদন করার জন্য।
আবেদনের শেষ তারিখ:- 15.02.2024
আরও পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় রেলের দক্ষিণ শাখায় কর্মী নিয়োগ