স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 536 টি

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম ডিপ্লোমা পাস যোগ্যতায় অসংখ্য শুন্যপদে কর্মী নিয়োগ করা। এই নিয়োগটি পরিচালনা করবে West Bengal Health Requirement Board । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 536 টি
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 536 টি

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন জানানোর আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- R/WBMES/Assistant Professor/12/2024

পোস্ট তারিখ:- 06.03.2024

কোন সংস্থা নিয়োগটি করছে:- West Bengal Health Recruitment Board

আরও পড়ুন: রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্নভাবে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস,পরিচয়পত্রের ডকুমেন্টস,পাসপোর্ট সাইজের ছবি,মোবাইল নং,ইমেইল আইডি ইত্যাদি লাগবে।

আবেদন পদ্ধতি:- আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের আবেদন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। দিয়ে আবেদনমূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

মোট শুন্যপদ:- 536টি

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরি নানারকম পদে নিয়োগ করা হবে, সেগুলি হল –

  1. Anestheosiology
  2. Anatomy
  3. Cardiology
  4. Biochemistry
  5. Endocrinology
    6.GI Anaesthesia
    7.GI Radiology
    8.Medical Genetics
    9.Haematology
    10.Nephrology
    *এছাড়াও আরো বিভিন্ন পদে নিয়োগ হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।

যোগ্যতা:- মূলত আবেদনকারী প্রার্থীদের এখানে ডিপ্লোমা এর ভিত্তিতে নিয়োগ করা হবে। কিন্তু বিভিন্নপদে ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।

আরও পড়ুন: রাজ্য পুলিশে কর্মী নিয়োগ

বয়স:- যে সকল প্রার্থী এই সমস্ত পদগুলি তে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের বয়স হতে হবে 45 বছরের নিচে।

বেতন:- বেতন সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই অফিসিয়াল নোটিশে ।

প্রার্থী বাছাই পদ্ধতি:- ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ:- 31.03.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment