Accountant পদে কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ,লিখিত পরীক্ষা ছাড়াই

কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ:- কলকাতা মেট্রোর তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের 1টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Kolkata Metro Rail Corporation Lomited । পশ্চিমবঙ্গ এর যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের ওই প্রতিবেদনে উক্ত নিয়োগ বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Accountant পদে কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ,লিখিত পরীক্ষা ছাড়াই

Accountant পদে কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ,লিখিত পরীক্ষা ছাড়াই
কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- কলকাতা মেট্রোর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম । এখানে চাকরির জন্য আবেদন করার আগে অব্বশই অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- KMRCL/GM/Admin/V-Notice/Finance/2024

পোস্ট তারিখ:- 27.03.2024

কোন সংস্থা নিয়োগটি করছে:- Kolkata Metro Rail Corporation Limited.

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস,পাসপোর্ট সাইজের ছবি,মোবাইল নং,ইমেল আইডি ইত্যাদি লাগবে।

আরও পড়ুন:- ভারতীয় রেলে কর্মী নিয়োগ,যোগ্যতা:-মাধ্যমিক পাস

আবেদন পদ্ধতি:- আবেদনের জন্য প্রার্থীদের সবার আগে একটি বায়োডাটা বানিয়ে ফেলতে হবে। তারপর সেটাতে পাসপোর্ট সাইজের একটি ছবি বসিতে দিতে হবে এবং নির্দিষ্ট জায়গায় সই করতে হবে।দিয়ে সেটাকে একটা মুখবন্ধ খামে ভরে সময়ের পূর্বে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা:- KMRCL Bhavan,HRBC Office Compound,Munshi Premchand Sarani, Kolkata – 700021

মোট শূন্যপদ:- 1টি।

কোন পদে নিয়োগ করা হবে:- Metro Rail Accountant

যোগ্যতা:- সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। রিটায়ার্ড কর্মীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স:- 60 থেকে 62 বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন যোগ্য এখানে।

বেতন:- সঠিক ভাবে উল্লেখ নেই।

প্রার্থী বাছাই পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- এখানে প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ:- 10.04.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment