ভারতীয় রেলে কর্মী নিয়োগ,যোগ্যতা:-মাধ্যমিক পাস

ভারতীয় রেলে কর্মী নিয়োগ:- ভারতীয় রেলের তরফ থেকে ফের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে South East Central Railway of India । পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় রেলে কর্মী নিয়োগ

ভারতীয় রেলে কর্মী নিয়োগ
ভারতীয় রেলে কর্মী নিয়োগ

এই চাকরি বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- South East Central Railway of India এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে। যেটা আমরা আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- P/BSP/Reett./Act.App./2024-2025/E-72152

পোস্ট তারিখ:- 12.03.2024

কোন সংস্থা নিয়োগ করছে:- South East Central Railway of India

আরও পড়ুন:- খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ

কোন পদ্ধতিতে চাকরির জন্য আবেদন জানাতে হবে:- এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), মোবাইল নং, ইমেইল আইডি ইত্যাদি লাগবে।

আবেদন পদ্ধতি:- আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে দক্ষিণপূর্ব মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের সমস্ত রকম তথ্য দিয়ে নির্ভুল ভাবে আবেদন ফরমটি পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম নথি স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে । শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

মোট শুন্যপদ:- 733টি

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে। সে ক্ষেত্রে বিভিন্ন ট্রেডে প্রার্থীদের নিযুক্ত করা হবে। সেগুলি হল –

1.Carpenter,

2.Copa (75 Divn.+25 HQ/Coast),

3.Draftsman (Civil),

4.Electrician,

5.Elect (Mech),

6.Fitter,

7.Mechanic,

8.Painter,

9.Plumber,

10.Mech (RAC),

11.SMW,

12.Steno (English & Hindi)(12 Divn. + 15 HQ /Const.),

13.Diesel Mechanic,

14.Turner,

15.Welder,

16.Wireman,

17.Chemical Laboratory Assistant &

18.Digital Photographer

শিক্ষাগত যোগ্যতা:- উপরিউক্ত সমস্ত পদগুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক হতে হবে এবং আইটিআই যে কোন ট্রেড করা থাকতে হবে।

বয়স:- আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

বেতন:- এখানে দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে এর তরফে বেতন সঠিকভাবে উল্লেখ করা হয়নি।

প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রত্যেকটি চাকরিপ্রার্থীর নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে এবং সেই ভিত্তিতে নিয়োগটি হবে।

আবেদনের শেষ তারিখ:- 12.04.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment