নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত : ডাক্তারি বা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে চাই তাদের জন্য প্রধানত এই NTA NEET পরীক্ষা। এই পরীক্ষায় বসতে গেলে ন্যূনতম বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস বা ১৮ বছর হতে হবে।
নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো
ইতিমধ্যেই National Testing Agency (NTA) নিট পরীক্ষার স্থান ঘোষণা করে দিয়েছে। নিট পরীক্ষার আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে ১৬ ই মার্চ ২০২ ৪ তারিখ পর্যন্ত। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ই মে রবিবার। দুপুর 02 টো থেকে বিকাল ০৫.২০ পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
NEET UG 2024 Admit Card : সম্ভবত পরীক্ষার এক সপ্তাহ আগে অর্থাৎ ৩০শে এপ্রিল অ্যাডমিট কার্ডটি প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে । কিন্তু ইতিমধ্যে পরীক্ষার্থীদের কোন জেলা বা কোন শহরে সিট পড়েছে সেটা বলে দেওয়া হয়েছে। নিচে উল্লেখিত লিংক থেকে পরীক্ষার্থীদের পরীক্ষার জেলা বা শহরে সিট পড়েছে সেটা দেখে নিন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত
পরীক্ষার ধরন : ০১.পরীক্ষাটি প্রধানত মাল্টিপেল চয়েজ অর্থাৎ MCQs আকারে হবে।
০২. পরীক্ষাটির সময় থাকবে ০৩ ঘন্টা ২০ মিনিট।
০৩. মোট ৭২০ নাম্বারে পরীক্ষা হবে।
০৪. প্রত্যেকটি ভূল উত্তরের জন্য এক নাম্বার করে নেগেটিভ মার্কিং হবে। তাই ভেবেচিন্তে পরীক্ষা দিতে হবে।
০৫. যে প্রশ্নের উত্তর পারছেন না সেই প্রশ্ন ছেড়ে দিলে নেগেটিভ মার্কিং হবে না।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন: প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
তারপর যখন ওয়েবসাইটে এডমিট কার্ডটি আসবে তখন NEET 2024 admit card বাটনে ক্লিক করতে হবে।
তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হোম পেজটিকে লগইন করতে হবে।
লগইন করার পর প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার Neet Admit Card টি প্রদর্শিত হবে।
সবশেষে সবশেষে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রেখে দেবেন।
বিদ্র: অফিসিয়াল ওয়েবসাইটে যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, তখন আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।