UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন পাস

UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ: উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কৃষি দপ্তরে ২৬৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সরাসরি অনলাইনের মাধ্যমে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Uttar Pradesh Public Service Commission (UPPSC)। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। কিংবা মহিলা উভয়প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রার্থীকে থেকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন পাস
UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন পাস

পোস্ট তারিখ– ১০.০৪.২০২৪

বিজ্ঞাপন নাম্বার : A-3/E-1/2024

কি পদ্ধতিতে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে, এরপর নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে । আবেদনের শেষ তারিখ ১০.০৫.২০২৪

আরও পড়ুন: ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি– লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে– Uttar Pradesh Public Service Commission (UPPSC)

পদের নাম– District Horticulture Officer, Senior Technical Assistant Group A (Botany Branch, Plant Protection, Development Branch, Chemistry Branch) , principal Government Food Science Training Centre পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন– নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।

কাজের স্থান– ভারতের যেকোনো জায়গায় নিয়োগ করে নেওয়া হবে

শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ২৬৮ টি

শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার এর উপর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়স– ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য– জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১২৫ টাকা , SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৬৫ টাকা এবং PH প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ২৫ টাকা। অনলাইনে আবেদন ফি জমা দেয়ার শেষ তারিখ- ১০.০৫.২০২৪ ,

আবেদন শুরু – ১০.০৪.২০২৪

আবেদনের শেষ তারিখ– ১০.০৫.২০২৪

অফিশিয়াল পিডিএফ- Click Here

অনলাইনে আবেদন: Apply Now

আরও পড়ুন: রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ

Leave a Comment