Madras High Court Recruitment: মাদ্রাজ হাইকোর্টে তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় 2329টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Madras High Court। ভারতের যে কোন জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল। যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
Madras High Court Recruitment
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন।
বিজ্ঞাপন নং:- বিভিন্ন রকম রয়েছে।
পোস্ট তারিখ:- 28.04.2024
নিয়োগকারী সংস্থা:- Madras High Court
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতায় ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস,পাসপোর্ট সাইজের ছবি,মোবাইল নং,ইমেইল আইডি ইত্যাদি লাগবে।
আবেদন পদ্ধতি:- চাকরিপ্রার্থীদের এখানে আবেদনের জন্য সবার আগে মাদ্রাজ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে । তারপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আরও পড়ুন: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো
মোট শূন্যপদ:- সব কয়টি পদ মিলিয়ে মোট শূন্য পদ আছে 2329টি
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের নানা ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
1.Examiner
2.Reader
3.Senior Bailiff
4.Junior Bailiff/Process Server
5.Process Writer
6.Xerox Operator
7.Driver
8.Copyist Attender
9.Office Assistant
10.Cleaniness Worker/Scavenger
11.Gardener
12.Watchman/Night Watchman
13.Night Watchman – Masalchi
14.Watchman
15.Sweeper
16.Waterman
17.Masalchi
শিক্ষাগত যোগ্যতা:- এখানে চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে বিভিন্ন পদে আবেদন জানাতে পারে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদা তে কর্মী নিয়োগ
বয়স:- নূন্যতম 18 বছর থেকে এখানে কিছু কিছু পদে আবেদন জানানো যাবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পাবে।
কাজের স্থান : ভারতের তামিলনাড়ুতে কর্মী নিয়োগ করা হবে।
বেতন:- পদ অনুযায়ী বেতন এর তারতম্য রয়েছে এখানে । বেতন ক্রম থাকবে কিছুটা এরকম –
1.Examiner,Reader,Senior Bailiff,Driver পদের জন্য Pay Level 8 অনুযায়ী মাসিক 19,500 থেকে 71,900 টাকা পর্যন্ত বেতন।
2.Junior Bailiff/Process Server পদের জন্য Pay Level 7 অনুযায়ী মাসিক 19,000 থেকে 69,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
3.Xerox Operator, Process Writer পদের জন্য Pay Level 3 অনুযায়ী মাসিক 16,000 থেকে 60,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং
4.অন্যান্য পদের জন্য মাসিক Pay Level 1 অনুযায়ী মাসিক 15,700 থেকে 58,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- লিখিত পরীক্ষা,ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:- OBC/Muslim/Gen/DE প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। কিন্তু SC,ST, প্রতিবন্ধী ইত্যাদি প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ:- 29.05.2024
আরও পড়ুন: SSC Recruitment 2024