Coal India Recruitment: কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী, তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।
Coal India Recruitment
পোস্ট তারিখ– ০১.০৫.২০২৪
কি পদ্ধতিতে আবেদন করবেন– এখানে প্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। গানের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস।
কিভাবে আবেদন করবেন– এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করো আবেদন পত্রটিকে প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থী সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে একটি মুখবন্ধখানে ভর্তি করতে হবে। এই পত্রটির নিচের দেওয়া ঠিকানাই পাঠাতে হবে। এছাড়া প্রার্থীরা ইমেইল আইডির মাধ্যমেও পাঠাতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা উল্লেখ রয়েছে। আবেদনপত্রের ঠিকানাটি জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদনপত্র পাঠানোর জন্য ইমেইল আইডি : gmpers.cil@coalindia.in
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদা তে কর্মী নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে।
পদের নাম– Full Time Advisor (Sectt) পদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন– ৬০০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
কাজের স্থান– ভারতের যেকোনো কয়লা উৎপাদন কেন্দ্রে নিয়োগ করে নেওয়া হবে
শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ১ টি
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন পাস থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের কম করে ৩০ বছরের Secretarial Cadre এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স– আবেদনকারীর বয়সসীমা ৬৫ বছরের মধ্যে হতে হবে।
কাজের স্থান : পশ্চিমবঙ্গের কলকাতায় রাজারহাট নিউটাউনের নিয়োগ করা হবে।
জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে
আবেদন মূল্য– কোন আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ– ০৬.০৫.২০২৪
আরও পড়ুন: SSC Recruitment 2024