sarkari chakri:

Driving Licence New Rules: ড্রাইভিং লাইসেন্সে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

Driving Licence New Rules:- এতো দিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাড়াতো RTO অফিস গিয়ে LL টেস্ট দেওয়া, যদিও এখন সেটা অনলাইনের মাধ্যমে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Driving Licence New Rules

কিন্তু আগামী 1লা জুন থেকে এই নিয়ম সহ আরও বেশ কিছু বদল হতে চলছে। আমরা মনে করি সেই সমস্ত নতুন নিয়ম প্রত্যেকটা গাড়ি চালককে জানা উচিত। এই নতুন নিয়মের ফলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতিকে আরো সহজ করে দেবে। তাহলে জেনে নেওয়া যাক, কি সেই নতুন নিয়ম।

ড্রাইভিং লাইসেন্স নেওয়া ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম:-

আগে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে, আবেদনকারী প্রার্থীকে এবার থেকে আর RTO অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হবে না। এবার থেকে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিতে ড্রাইভিং স্কুলে এই টেস্ট নেওয়া হবে। যেখান থেকে পাস করলে সেই সমস্ত আবেদনকারীরা একটি সার্টিফিকেট পেয়ে যাবে। যেটা নিয়ে নিকটবর্তী RTO অফিসে গেলে আর কোনো রকম টেস্ট লাগবে না, তারা সরাসরি সেখানে লাইসেন্স এর আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:- কেন্দ্র সরকার এবার বিনামূল্যে দিচ্ছে WiFi পরিষেবা, কিভাবে পাবেন এই সুবিধা?

এছাড়াও আরো কিছু নিয়ম জারি করা হয়েছে ড্রাইভিং সমন্ধিত। সেই নতুন নিয়ম অনুযায়ী লাইফ এন্ড ছাড়া গাড়ি চালানোর জন্য গাড়ি চালককে 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। নাবালক গাড়ি চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে 25000 টাকা জরিমানা লাগবে এবং তাদের গাড়ির লাইসেন্স বাতিল করা হবে। এছাড়াও লার্নার লাইসেন্স এর জন্য 200 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। আবার লার্নার লাইসেন্স রেনুয়াল এর জন্যও 200 টাকা লাগবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট 1000 টাকা এবং লাইসেন্স কারেকশনের জন্য 200 টাকা ফি লাগবে এখন থেকে সরকারি স্বীকৃতি প্রাপ্ত ড্রাইভিং টেস্ট প্রতিষ্ঠান থেকে চালকেরা যেমন গাড়ি চালানো শিখতে পারবেন, ঠিক তেমনি সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স এর জন্য ড্রাইভিং টেস্ট পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। ড্রাইভিং টেস্ট স্কুল গুলির জন্য বেশ কিছু শর্ত রয়েছে, বেসরকারি ড্রাইভিং স্কুলগুলির ক্ষেত্রে ন্যূনতম ১ একর জমি থাকতে হবে। চার চাকার প্রশিক্ষণের জন্য ২ একর জমি থাকতে হবে। সাথে ড্রাইভিং স্কুলগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকা বাধ্যতামূলক। যেখানে উপযুক্ত পরীক্ষার গ্রহনের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন:- ই শ্রম কার্ডে এখনই আবেদন করুন, এই সমস্ত সুযোগ-সুবিধাগুলি দিচ্ছে কেন্দ্র সরকার

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment