sarkari chakri:

রাজ্যে সরকারি কর্মচারীদের অতিরিক্ত 1 মাসের DA দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

DA দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এইবার অতিরিক্ত 1 মাসের Dearness Allowance বা DA দেওয়া শুরু হয়েছে। এই ব্যাপারে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে যে মে মাস নয় বরং রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। আর মুখ্যমন্ত্রীর কথা মত ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে Dearness Allowance বা DA ঢুকতে শুরু করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DA দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

এপ্রিল মাসের ডিএ (DA) গত বৃহস্পতিবার থেকেই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকানো শুরু হয়েছে। এই DA জুন মাসের শেষের দিকে দেওয়ার কথা ছিল। রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে মে মাসের পরিবর্তে বর্ধিত হারে দিয়ে এপ্রিল মাস থেকে যে দেওয়া হবে সে ব্যাপারে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল।লোকসভা ভোটের পূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, রাজ্য সরকারি কর্মচারীদের তিনি এক মাসের অতিরিক্ত DA প্রদান করবেন অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীরা মে মাসের পরিবর্তে এপ্রিল মাস থেকে মহার্ঘ ভাতা পাবেন।

সেই মতো ডিএ প্রদান ইতিমধ্যে শুরু হয়েছে।এর পূর্বে বড়দিন উপলক্ষে কর্মীদের DA চার শতাংশ হারে বাড়িয়ে সেইমতো DA প্রদান করার কথা ছিল। আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে DA বাড়ে।মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চলতি বছর শুরু হওয়ার প্রথম দিকেই রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা প্রদানের কথা জানিয়ে দেয় নবান্ন। এরপর রাজ্য বাজেটের সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরও ৪ শতাংশ হারে ডিএ DA বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

জানানো হয় যে মে মাস থেকে সেই টাকা বাড়বে।বর্ধিত হারে এই DA সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে নতুন অর্থবর্ষ থেকে দেওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী তরফ থেকে যতবার DA বাড়ানো হয়েছে সেই সবগুলি হিসেব করলে দেখা যায় রাজ্য সরকারের কর্মচারীরা এখন ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের DA -র মধ্যে ফারাক হলো 36% । দীর্ঘদিন ধরে আন্দোলন করেও রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে DA পাচ্ছে না।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment