HDFC ব্যাংকে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১৬৪ টি

HDFC ব্যাংকে কর্মী নিয়োগ: HDFC ব্যাংকের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য (পুরুষ ও মহিলা উভয়) চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HDFC ব্যাংকে কর্মী নিয়োগ

HDFC ব্যাংকে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১৬৪ টি
HDFC ব্যাংকে কর্মী নিয়োগ

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।

পোস্ট তারিখ:- 22.06.2024

বিজ্ঞাপন নং:- 19U77-1125084004517J

নিয়োগকারী সংস্থা:- HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED

কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের “HDFC Bank KYC Verification Officer 2024” ।

যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীকে 15700 থেকে 21,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া ইমেইল আইডি বা WhatsApp নম্বরে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে, নির্দিষ্ট সময়ের পূর্বে।

বায়োডাটা পাঠানোর কন্টাক্ট ডিটেইলস :-

Mail ID: hubinfo04@gmail.com

WhatsApp No : +91 9163326074

মোট শূন্যপদ:- এখানে মোট 164টি শূন্যপদ রয়েছে।

কাজের স্থান:- মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,নদীয়া,কলকাতা ।

নিয়োগ পদ্ধতি:- এখানে কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়ায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময় : 05.07.2024 তারিখে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ:- 05.07.2024

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আরও চাকরির খবরClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment