উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ: উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।
বিজ্ঞাপন নং:- UBKV/Rect./02/2024
পোস্ট তারিখ:– 26.06.2024
নিয়োগকারী সংস্থা:- উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়
কোন পদে নিয়োগ করা হবে:– এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের 3 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
1.Junior Clerk
2.Technical Assistant
3.Field Assistant
যোগ্যতা:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কিন্তু, কিছু কিছু পদে একটু উচ্চ শিক্ষা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিন।
বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
বেতন:- পদ অনুসারে বেতন ভিন্ন রকমের রয়েছে। সেগুলি হলো –
পদ | মাসিক বেতন |
জুনিয়র ক্লার্ক | 27,500 টাকা |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট | 35,800 টাকা |
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট | 30,300 টাকা |
আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে । তারপর সেটিকে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটু মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের পূর্বে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:- Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyala, P.O – Pundibari, Dist – Coochbihar, Pin – 736165, West Bengal
মোট শূন্যপদ:- এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে।
আবেদন মূল্য:- এখানে আবেদনকারী প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। ( শুধুমাত্র SC & ST প্রার্থীদের জন্য 250 টাকা)
আবেদনের শেষ তারিখ:- 26.07.2024