জলপাইগুড়ি কলেজে কর্মী নিয়োগ , সরাসরি ইন্টারভিউএর মাধ্যমে নিয়োগ

জলপাইগুড়ি কলেজে কর্মী নিয়োগ:- জলপাইগুড়ি কলেজের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি জলপাইগুড়ি কলেজ । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জলপাইগুড়ি কলেজে কর্মী নিয়োগ

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- জলপাইগুড়ি কলেজের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।

নিয়োগকারী সংস্থা:- জলপাইগুড়ি কলেজ।

কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মোট 14 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Biochemistry
2.Ophthalmology
3.Community Medicine
4.Microbiology
5.Anaestgesiology
6.Paediatric Medicine
7.ENT
8.G & O
9.Pharmacology
10.Pathology
11.Radiology
12.Psychiatry
13.Orthopedics
14.Dermatolog
y

যোগ্যতা:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 45 বছরের উপরে বয়স হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতন:- পদ অনুসারে বেতন ভিন্ন রকমের রয়েছে। তবে মাসিক 70,000 টাকা থেকে বেতন দেওয়া হবে এখানে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সেখানে সমস্ত ডকুমেন্টস সহযোগে গিয়ে নিজের আবেদন ফর্মটি ফিলাপ করে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়:- এখানে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আগামী 10,07,2024 তারিখে দুপুর 1টা থেকে।

ইন্টারভিউয়ের স্থান:- জলপাইগুড়ি জেলা মেডিক্যাল কলেজে।

মোট শূন্যপদ:- এখানে মোট 14টি শূন্যপদ রয়েছে।

আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি চাকরিপ্রার্থীদের জন্য।

আবেদনের শেষ তারিখ:- 10.07.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment