কন্সালটেন্ট পদে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

কন্সালটেন্ট পদে কর্মী নিয়োগ: Ministry of External Affairs এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। যে নিয়োগটি পরিচালনা করবে Ministry of External Affairs ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কন্সালটেন্ট পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Ministry of External Affairs তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।

বিজ্ঞাপন নং:- উল্লেখিত নেই।

পোস্ট তারিখ:- 01.07.2024

কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের “Consultant” পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের গণ মাধ্যমে, যোগাযোগ, সাংবাদিকতা বা বিপণন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। এর পাশাপশি এর কাজ নিয়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।

বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীদের বার্ষিক 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ:- এখানে 1টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে তাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটিকে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট সময়ের পূর্বে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য কি লাগবে, সেটা সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

আবেদন পাঠানোর ঠিকানা:- Under Secretary ( PF & PG), পররাষ্ট্র মন্ত্রণালয়, রুম নম্বর 4071, জহরলাল নেহেরু ভুবন, 23-D, জনপথ, নতুন দিল্লি, pin – 110011

কন্টাক্ট ডিটেইলস:- aopfsec@mea.gov.in

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:- 15.07.2024

নিয়োগ পদ্ধতি:– এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কাজের স্থান:- Ministry of External Affairs (South Block, Patiala House, JNB, ISIL Building, SSB, Akbar Bhavan, New Delhi.

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment