প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ১৮ তম কিস্তির টাকা: রাজ্যের ও দেশের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় এর তরফ থেকেই ইতিমধ্যেই নানারকম প্রকল্প চালু হয়েছে। সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প।
এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত কৃষকদের বার্ষিক 6 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী গদিতে বসার পরেই এই জনিতকর প্রকল্পটি চালু করেছিলেন। এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে মোট 17টি কিস্তির মাধ্যমে কৃষকদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এর পরবর্তী 18তম তিস্তির টাকা পেতে হলে কৃষকদের বেশ কিছু কাজ করে নিতে হবে।
যেগুলি না করলে পরবর্তীকালে হয়তো কৃষকরা এই কিস্তির টাকাটি না পেতেও পারে। তাহলে দেখে নিন সেই সমস্ত কাজ গুলি কি কি? যেগুলি না করলে আপনারা কিষান সম্মান নিজের পরবর্তী অর্থাৎ 18তম কিস্তি টাকা পাবেন না।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পেতে হলে, যে সমস্ত কাজগুলি আপনাদেরকে এখনই করতে হবে। সেগুলি হল :-
- E-KYC : এই যোজনায় অন্তর্ভুক্ত হয়েও যদি আপনি এখনো পর্যন্ত ই কেওয়াইসি না করে থাকেন, তাহলে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন না।
- ব্যাংক একাউন্ট এবং আধার কার্ডের লিংক : পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা যেহেতু সরাসরি চলে যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, তাই আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের লিংক থাকা একান্তই জরুরি।
- জমি যাচাইকরণ : এই প্রকল্পে নাম অন্তর্ভুক্তি করনের পরেও যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত জমি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারা পরবর্তী কিস্তি টাকা পাবেন না।
সুতরাং, এই যোজনায় অন্তর্ভুক্তি করনের পরেও যদি আপনি 18তম কিস্তির টাকা পেতে চান, তাহলে ওপরে উল্লেখিত সমস্ত কাজগুলি অতি শীঘ্রই করে ফেলুন। আর যদি অলরেডি করে নিয়েছেন, তাহলে আপনি পরবর্তীতে ইফতার টাকা খুব সেগুলো পেতে চলেছেন।