সামাজিক সুরক্ষা যোজনা: আমাদের রাজ্য সরকার বিভিন্ন সময়ে রাজ্যের সমস্ত সাধারণ জনতার জন্য বিভিন্ন রকম জনকল্যাণ মুখে প্রকল্পের সূচনা করেছেন, সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম কিছু প্রকল্প হলো লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, বেকার ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, শিল্পী ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি ।
এইবারে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার নিয়ে এলো রাজ্যবাসীর জন্য একটা বিরাট বড় জনকল্যাণমুখী প্রকল্প। এই সমস্ত রকম প্রকল্পগুলির পরেও এবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পটি নিয়ে এলেন সেটা জনপ্রিয়তা একদম ফুলে ফেঁপে উঠছে। আমাদের এই রাজ্যের সমস্ত রকম অসংগঠিত শ্রমিক দের জন্য এই প্রকল্প ভীষণই সহায়ক হতে চলেছে।
এই নতুন প্রকল্পের মাধ্যমে শ্রমজীবী ব্যাক্তিদের সন্তানের লেখাপড়ার খরচ থেকে শুরু করে পরিবারের দুর্ঘটনায় আহত কিংবা নিহত অথবা শারীরিক অচলাবস্থার সময়, এমনকি যদি কোনরকম অসুখে পড়ে অস্ত্র প্রচারের প্রয়োজন হয় সেই সমস্ত ক্ষেত্রেই এই প্রকল্পের মাধ্যমে 10 হাজার, 30 হাজার এমনকি 60 হাজার টাকা পেয়ে যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে ওই ব্যক্তি বা ব্যক্তির পরিবার। কিন্তু এই প্রকল্পের যেহেতু নতুন এখন, তার জন্য এই প্রকল্পের কথা বেশিরভাগ মানুষের কাছে অজানা রয়ে গেছে।
এতক্ষণ ধরে আমরা রাজ্য সরকারের যে নতুন প্রকল্পটির নাম আলোচনা করছিলাম, তার নাম হল “সামাজিক সুরক্ষা যোজনা“। তাহলে “সরকারি চাকরি”র এই প্রতিবেদনে দেখে নিন সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কিত বিশেষ কিছু তথ্য বিস্তারিত ভাবে।
সামাজিক সুরক্ষার যোজনায় আবেদন করার জন্য যোগ্যতা :-
- এই সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমজীবী ব্যাক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করতে চাইলে তাদের শুধুমাত্র দুটি সন্তান এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার জন্য বৃত্তি পেয়ে থাকবে।
- তিনটি বা তার বেশি সন্তান থাকাকালীন কোনো ব্যাক্তি যদি এই সামাজিক সুরক্ষা যোজনা নাম নথিভুক্ত করতে চাই তাহলে তৃতীয় বা তারপরে সন্তানগুলি এই যোজনা থেকে পড়াশোনার খরচ বাবদ বৃত্তি পাবে না।
- এই প্রকল্পের অধীনে নথিভূক্ত ব্যক্তির বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম হতে হবে।
সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তকরণের পর ওই ব্যক্তির সন্তানের পড়াশোনার জন্য যে পরিমাণ বৃত্তি পাবে :
- একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক 4 থেকে 5 হাজার টাকা।
- গ্রাজুয়েশন লেভেলে পাঠরত সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক 6000 টাকা।
- পলিটেকনিক অথবা মাস্টার লেভেলে পড়াশোনা করে থাকলে পাবে বার্ষিক 10,000 টাকা।
- এছাড়াও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা তার থেকে উঁচু স্তরের পড়াশোনা ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক 30 হাজার টাকা।
সামাজিক সুরক্ষায় যোজনায় অন্তর্ভুক্ত ব্যক্তি যদি দুর্ঘটনা স্বীকার হয় তাহলে সে যে যে সুবিধা গুলি পাবে :
- এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের পর ব্যক্তি যদি কোনোরকম দুর্ঘটনা শিকার হয় তাহলে এভাবে এককালীন 10,000 টাকা।
- ওই ব্যক্তির পরিবারের কেউ যদি বড় কোনো রোগে আক্রান্ত হয় তাহলে চিকিৎসার জন্য পাবে 20,000 টাকা।
- বড় রোগে আক্রান্ত হওয়ার পর সেই ব্যক্তি যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে সে পাবে 60,000 টাকা।
- পরিবারের কর্তা যদি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যদি প্রতিবন্ধী হয়ে যায় অথবা নিহত হয় তাহলে পাওয়া যাবে 2 লক্ষ টাকা।