কনস্ট্রাকশন লেবার নিয়োগ বিজ্ঞপ্তি : Construction Helper Job 2024

কনস্ট্রাকশন লেবার নিয়োগ বিজ্ঞপ্তি : M/S NASH JOBIT PLACEMENT PRIVATE LIMITED প্রকাশিত করেছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, ন্যূনতম মধ্যামিক পাস যোগ্যতায় কনট্রাকশন হেল্পার পদে নিয়োগ করা হবে। দেশের সমস্ত জায়গা থেকে এখানে চাকরিতে আবেদন জানাতে পারেন। আমরা অর্থাৎ ‘সরকারি চাকরি’ কর্তৃপক্ষ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম, যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞাপন নম্বর : 19U76-0145312439825J

পোষ্ট তারিখ : এই চাকরির বিজ্ঞপ্তি কি প্রকাশ করা হয়েছে গত 21.06.2024 তারিখে।

কোন পদে নিয়োগ করা হবে : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের “Construction Helper” পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষরা এখানে আবেদনযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম নবম শ্রেণী পাস থাকতে হবে। বিস্তারিত জানতে হলে অফিসের বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

বয়স : এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 38 বছরের মধ্যে।

কাজের অভিজ্ঞতা : এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কমপক্ষে 3 থেকে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : এই কন্ট্রাকশন হেলপার পদে নিযুক্তপ্রার্থীদের মাসিক 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ : এখানে মোট 2টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি : এখানে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় চমৎকার রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদনের শেষ তারিখ : এখানে আবেদন জানানো যাবে আগামী 19.09.2024 তারিখ পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment