চেক ক্লিয়ারেন্স এবং UPI: দেশের সমস্ত সাধারণ মানুষের জন্য ব্যাংকিং এর সমস্ত রকম পরিষেবা আরো সহজ থেকে সহজতর করার জন্য বিভিন্ন রকম নতুন নতুন পদ্ধতি প্রায়ই নিয়ে আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেরকমই এবার আবার 2টি নতুন নিয়ম চালু করলো Reserve Bank of India ।
রিজার্ভ ব্যাংকে জারি করা এই নতুন নিয়ম অনুযায়ী চেক ক্লিয়ারেন্স করতে আর 2 দিন সময় লাগবে না গ্রাহকদের,মাত্র 2 ঘন্টার মধ্যে এবার থেকে হয়ে যাবে চেক ক্লিয়ার। এছাড়াও UPI এর মাধ্যমেও ট্যাক্স প্রদানের সীমা বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক। সেরকমই জানা গিয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তাহলে দেখে নিন বিস্তারিত এই সম্বন্ধে আপনাদের আজকের এই প্রতিবেদনে।
1) 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে চেক ক্লিয়ার :
ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর ‘শক্তিকান্ত দাস’ জানিয়েছেন যে, RBI চেক ট্রানজেকশন সিস্টেম বা CTS প্রক্রিয়াকে আরো উন্নত করার চেষ্টা করছে প্রতিনিয়ত। এই নতুন পরিবর্তনের ফলে এবার থেকে মাত্র 2 ঘণ্টার মধ্যে হয়ে যাবে চেক ক্লিয়ার।
এখন বর্তমানে যে সমস্ত চেকগুলি ব্যাংকে ক্লিয়ার করার জন্য জমা পড়ে সেগুলি ব্যাচে কাজ করা শুরু হয়, তারপরে সেটা ক্লিয়ার হতে প্রায় 2 দিন পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু নতুন তৈরি হওয়া এই প্রক্রিয়ার ফলে এবার থেকে সেগুলি স্ক্যান করা হবে এবং তারপর উপস্থাপন করা হবে। যার ফলে মাত্র 1 থেকে 2 ঘণ্টার মধ্যে হয়ে যাবে এবার থেকে চেক ক্লিয়ার।
কি কারনে এই নতুন পদ্ধতি নিয়ে আসা হলো? জানতে চাইলে শক্তিকান্ত বাবু জানিয়েছেন যে, এই উন্নয়নটি ক্লিয়ারেন্স ঝুঁকি কমাতে এবং গ্রাহকদের সেবার মান বাড়াতে বেশ অনেকটাই সাহায্য করবে। এই নতুন সিস্টেমটি ব্যবসায়িক সময়ের মধ্যে ধারাবাহিকভাবে কাজ করবে, কোনোরকম ব্যাচে নয় । এই নতুন সিস্টেমের বিস্তারিত বিবরণ ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল ভাবে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
2) UPI এর মাধ্যমে ট্যাক্স প্রদানের সীমা বৃদ্ধি করা হবে :
এখন বর্তমানে ভারতবর্ষে অনলাইন পেমেন্টের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সহজতর মাধ্যম হলো Unified Payment Interface বা UPI । সেই জনপ্রিয়তাকে লক্ষ্য করেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার থেকে UPI এর মাধ্যমে ট্যাক্স প্রদানের সীমাকে 1 লক্ষ্য টাকা থেকে বৃদ্ধি করে 5 লক্ষ্য টাকা করার সিদ্ধান্ত নিয়েছি রিজার্ভ ব্যাংক। এছাড়াও রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস টানা নভেম্বরের মত রেপো রেট 6.5% স্থিতিশীল রাখার ঘোষণাও করেছেন।