sarkari chakri:

Widow Allowance Scheme : রাজ্য সরকারের নতুন প্রকল্পে পেয়ে যাবেন 1000 টাকা

Widow Allowance Scheme: রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর আগে তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও অন্যান্য অনেক জনদরদি প্রকল্প নিয়ে এসেছিল । আর সেই ধারাকে আবারও অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলো নতুন একটি দুর্দান্ত সুখবর বাংলার মা বোনদের জন্য। তিনি এতদিন শুধুমাত্র সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দিয়ে আসছে প্রায় গত 2 বছর ধরে। কিন্তু এবার আবারো এক নতুন প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম তথ্য খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আশা রাখছি এই প্রকল্প পরে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। দেখে নেওয়া যাক নতুন কি প্রকল্প যার মাধ্যমে বাংলার মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবে ? কিভাবেই বা সেখানে আবেদন জানাতে হবে ? আবেদন জানানোর জন্য যোগ্যতা কি কি প্রয়োজন ইত্যাদি সমস্ত বিষয়।

Read More: ডিসেম্বরেই পেয়ে যাবে আবাস যোজনার টাকা

রাজ্যের নতুন প্রকল্পে বাংলার মা বোনেরা পাবে প্রতি মাসে 1000 টাকা :

এখন থেকে প্রায় 13 বছর আগেই অর্থাৎ 2011 সালে রাজ্যে দীর্ঘদিনের রাজত্ব করা বাম সরকারকে পরাজিত করে শাসন ক্ষমতা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল “তৃণমূল কংগ্রেস” । আর তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই বাংলার মা-বোনদের জন্য অনেক চিন্তা ভাবনা করেছেন। তিনি বিভিন্ন সময়ে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভান্ডার, যুবশ্রী, বার্ধক্য ভাতা সহ আরো অনেক প্রকল্প বাংলার মা-বোনদের কল্যানের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। সমস্ত প্রকল্পগুলির আওতায় প্রতিমাসে বেশ ভালো অংকের ভাতা পাচ্ছেন বাংলার রাজ্যবাসী।

কিন্তু আমরা ওপরে যতগুলি প্রকল্পের নাম বললাম এগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে এখন বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত বাংলার সমস্ত মা-বোনেদের প্রতি মাসে 1000 কিংবা 1200 টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু এই টাকার পাশাপাশি রাজ্য সরকার এবার আরো 1000 টাকা করে দিতে চলেছে বাংলার মা-বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে।

আমরা এতক্ষণ ধরে যে প্রকল্পটির কথা আপনাদেরকে বলছিলাম, সেটি হল রাজ্যের সমস্ত বিধবা মহিলাদের জন্য বানানো “বিধবা ভাতা প্রকল্প” । 2010 সালে সূচনা করা হয়েছিল এই প্রকল্পের। আর সেই সময় থেকে শুরু করে এত দীর্ঘ সময় পর্যন্ত আজও এই প্রকল্পটি সফলভাবে চলে আসছে। এই প্রকল্পটির অধীনে রাজ্যের সমস্ত বিধবা মহিলাদের ভাতা দেওয়া হয় তো বটেই এর পাশাপাশি যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু গত 10 বছরের বেশি সময় ধরে এ রাজ্যে বসবাস করছেন, তাদের তো প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে ভাতা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

বিধবা ভাতা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী মহিলার প্রয়োজন হবে, এই সমস্ত ডকুমেন্টস এর –

  1. আবেদনকারীর মৃত স্বামীর আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. প্যান কার্ড
  4. ইনকাম সার্টিফিকেট
  5. রেশন কার্ড
  6. মৃত সার্টিফিকেট।
  7. আবেদনকারী মহিলার পাসপোর্ট ছবি ইত্যাদি।

কিভাবে আবেদন জানানো যাবে এই প্রকল্পে :

মূলত অফলাইনের মাধ্যমেই রাজ্যের বিধবা মহিলাদের এই বিধবতা প্রকল্পে আবেদন জানাতে হয়। তার জন্য তারা নিজেরছে এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট সহযোগে আবেদন ফরম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। এছাড়াও চৌদ্দই ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম উপলক্ষিত হচ্ছে সেই ক্যাম্পে গিয়েও মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment