January 2025 2nd Week All Job Notice: নমস্কার বন্ধুরা, এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন চলতি জানুয়ারি মাসে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে। যেখানে আপনারা 2025 সালের জানুয়ারিতে যে সকল সরকারি চাকরির ফরম ফিলাপ চলছে, তাদের মধ্যে থেকে TOP 5 চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সুতরাং দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ে আবেদন করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সমস্ত বিষয়টা ।
January 2025 2nd Week All Job Notice
স্নাতক পাস যোগ্যতায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ :
পদের নাম : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে “কমিউনিটি রিসোর্ট পার্সন” পদে।
যোগ্যতা : এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীকে নাটক পাক থাকতে হবে এবং গণিত এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে।
বয়সসীমা : কমিউনিটি রিসোর্স পার্সন পদে আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মাধ্যমে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানেই।
আবেদনের শেষ তারিখ : আবেদন জানানো যাবে আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।
আবেদন করুন | Apply Link |
হুগলি কোচিন বন্দরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
পদের নাম : হুগলি কোচিন বন্দরে নিয়োগ করা হচ্ছে পাইপ বেন্ডিং অপারেটর ।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে চাকরি প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ : চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারবে 01.02.2025 পর্যন্ত।
আবেদন করুন | Apply Link |
ভারত ইলেকট্রনিক্স এ অ্যাপ্রেন্টিস নিয়োগ
পদের নাম : ভারত ইলেকট্রনিক্স নিয়োগ করছে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ পদে চাকরি প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম 60% নম্বর নিয়ে স্নাতক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এখানে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 25 বছর এরমধ্যে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : কত তারিখ অবধি আবেদন জানানো যাবে সেটা উল্লেখিত নেই ।
আবেদন করুন | Apply Link |
গ্রাজুয়েশন পাশে পাবলিক সার্ভিস কমিশনের কর্মী নিয়োগ
পদের নাম : পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করছে Assistant Mistress & Assistant Masters পদে যোগ্য চাকরিপ্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম স্নাতক পাস যোগ্যতা এখানে আবেদন জানানো।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 22 বছর।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে এখানে।
আবেদনের শেষ তারিখ : 2025 সালের পুরো জানুয়ারি মাস পর্যন্ত এখানে আবেদন জানানো যাবে।
আবেদন করুন | Apply Link |
কানারা ব্যাংকে 22 ধরনের পদে কর্মী নিয়োগ
পদের নাম : Application Developers, Cloud Administrator, Cloud Security Analyst সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করছে কানারা ব্যাঙ্ক।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে চাকরি প্রার্থী।
বয়সসীমা : সর্বোচ্চ 35 বছর বয়স হতে হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবে 24.01.2025 পর্যন্ত।
আবেদন করুন | Apply Link |

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.