TV Recharge Prices are Increas: বছরের শুরু থেকেই আবারও একটা নতুন খারাপ খবর সামনে আসলো দেশের টিভি গ্রাহকদের জন্য। কেননা 1লা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে টিভি দেখার খরচ বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ভারতীয়। সম্প্রচারকারী সংস্থাগুলি একসঙ্গে চ্যানেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে DTH ব্যবহারকারীদের জন্য এই নতুন দামে সমস্ত পরিষেবা নিতে হবে। চলুন তাহলে সমস্ত বিস্তারিত তথ্যটা জেনে নেওয়া যাক এই বিষয়ে।
হঠাৎ কেন বাড়ছে টিভি রিচার্জ এর দাম ?
টিভি চ্যানেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে সম্প্রচারকারী সংস্থাগুলি জানিয়েছে, কনটেন্ট তৈরীর খরচ ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে তাদের। আবার অন্যদিকে বিজ্ঞাপনের আয় ধীরে ধীরে কমে যাওয়ায় তাদের পরিচালনা করার খরচ মেটানো বেশ অনেকটাই কঠিন হয়ে পড়ছে। তাই আয় এবং ব্যয়ের সমতা বজায় রাখার জন্য এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে টিভি চ্যানেল সম্প্রচার সংস্থাগুলি।
Read More: প্রাথমিক শিক্ষায় দুর্নীতি কাণ্ডে চলে যেতে পারে শিক্ষকদের চাকরি
কত টাকা দাম বাড়ছে টিভি চ্যানেল এর রিচার্জের ?
নিউজ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, Sony Picture’s Network India এবং Zee Entertainment Enterprise এই দুটি টিভি চ্যানেল সম্প্রচারকারী সংস্থা, তাদের চ্যানেলের প্যাকেজ এর উপরে 10% দাম বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছি। সে হিসেবে দেখতে গেলে শনি এর জনপ্রিয় প্যাক হ্যাপি ইন্ডিয়া স্মার্ট হিন্দি এর দাম ছিল 48 টাকা এবং যেটা এবার বেড়ে হয়ে দাঁড়াবে 54 টাকা তে। এদিকে আবার জি এর ফ্যামিলি প্যাকের দাম ছিল 47 টাকা, যেটা এবার বেরিয়ে দাঁড় 53 টাকা তে।
ভারতের সমস্ত পেইড টিভি ব্যবহারকারীদের বর্তমান অবস্থা ঠিক কি রকম ?
TRAI এর রিপোর্ট অনুযায়ী, ভারতের পেইড টিভি গ্রাহক সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছি। বর্তমানে পেইন টিভি গ্রাহকের সংখ্যা 120 মিলিয়ন থেকে 100 মিলিয়নে নেমে গেছে। এছাড়াও Tata Play, Dish TV, Airtel Digital TV, Sun Direct এর মত ডিটিএইচ পরিষেবায় সক্রিয় গ্রাহকদের সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছে।
এই দাম বৃদ্ধি গ্রাহকদের উপর ঠিক কতটা প্রভাব ফেলবে ?
টিভি রিচার্জ এর এই মূল্যবৃদ্ধি হওয়াতে সাধারণ মানুষের পকেটের উপর চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাবে বেশ অনেকটাই। অনেকেই ইতি OTT প্ল্যাটফর্মে সুইচ করে গেছেন। কারণ তারা তুলনামূলকভাবে হয়ে সাশ্রয়ী মূল্যের টিভি দেখার সুযোগ পাচ্ছে সেখানে।

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.