DM Office Job Vacancy 2025 : হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে সম্প্রতি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম অ্যাকাউন্টিং পাস যোগ্যতায় সহকারী হিসেবরক্ষক পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে হুগলি জেলার যে কোনো প্রান্ত থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।
আমরা এই প্রতিবেদনে হুগলি জেলার ডিএম অফিসের তরফ থেকে যে চাকরি বিজ্ঞপ্তিতে বেরিয়েছে তার যাবতীয় সমস্ত রকম খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের যথাসাধ্য সাহায্য করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই দেখে নেবেন।
নিয়োগকারী সংস্থা : Hooghly District DM Office
পোস্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি হুগলী জেলার ডিএম অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 29.01.2025 তারিখে।
Read More: বন্ধ হতে চলেছে স্বাস্থ্য সাথী প্রকল্প
পদের নাম (Post Name) :
এখানে মোট 2 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হল –
- MDM Coordinator
- Assistant Accountant
Job Criteria for DM Office
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
কো-অর্ডিনেটের পথে আবেদন করতে হলে চাকরি করার থেকে একজন অবসরপ্রাপ্ত WBCS অফিসার হতে হবে এবং অ্যাকাউন্টেন্ট পদে আবেদনকারী প্রার্থীকে যে কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হতে হবে এবং এর পাশাপাশি অ্যাকাউন্টস সমন্বিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে ওপরে উল্লেখিত পথ দুটিতে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 65 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি মূলত তার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
কো-অর্ডিনেটের পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 11,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 10টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে কো-অর্ডিনেটর এবং অ্যাকাউন্টেন্ট।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে কোনো রকম আলাদা আবেদন করার প্রয়োজন পড়বে না। ইন্টারভিউ এর দিন সময় মত এবং সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট জায়গায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের।
ইন্টারভিউ এর স্থান (Interview Place) :
এখানে ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায় – গতিধারা মিটিং হল, দ্বিতীয় তলা, নতুন প্রশাসনিক ভবন, চুঁচুড়া, হুগলি ।
ইন্টারভিউ এর তারিখ এবং সময় (Interview Date and Place) :
এখানে ইন্টারভিউ নেয়া হবে আগামী 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে সকাল সাড়ে 10টা থেকে সাড়ে 12টা পর্যন্ত।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে প্রয়োজন হবে নিচে উল্লেখিত ডকুমেন্টস গুলোর :
- পেনশন পেমেন্ট অর্ডারের আসল এবং জেরক্স কপি
- নোটিসে সংযুক্ত ফরম্যাট অনুসারে আবেদন পত্র
- স্বপ্রতারিত PPO এর জেরক্স কপি
- আধার কার্ড
- পাসপোর্ট সাইজের ছবি
- বায়ো ডাটা
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
আবেদন করার ফর্ম | Click Here |
অফিসিয়াল নোটিশ | Click Here |

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.