UPSC Job Recruitment 2025 : গ্রাজুয়েশন পাশে BSF CRPF ITBP নিয়োগ, মোট শূন্যপদ ৩৫৭ টি

UPSC Job Recruitment 2025 : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফ থেকে আবারও প্রকাশিত হলো দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে শুধুমাত্র স্নাতক পাস্ যোগ্যতায় BSF, CRPF সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা। যেখানে পশ্চিমবঙ্গ থেকে তো চাকরিপ্রার্থীর আবেদন করতে পারবেই, এর সাথে সাথে সারা ভারতবর্ষ থেকে যোগ্য চাকরি প্রার্থীরা ওখানে আবেদন করতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনারা আমাদের এই প্রতিবেদনটি পড়ে এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন, কেননা আমরা এই প্রতিবেদন আলোচনা করেছি যে UPSC এর তরফ থেকে কি কি পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ? আবেদনকারীর বয়স কত হতে হবে ? মোট কতগুলি শূন্যপদে নিয়োগ হবে ? কিভাবে আবেদন করতে হবে ? আবেদনকারী প্রার্থীদের কিভাবে নিযুক্ত করা হবে ? কত তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে ইত্যাদি সমস্ত বিষয়। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনাটা দেখে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থা (Selection Process) : Union Public Service Commission (UPSC) ।

পদের নাম :

UPSC এর তরফ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের পদে। সেগুলি হল –

  • Border Security Force (BSF)
  • Central Reserve Police Force (CRPF)
  • Central Industrial Security Force (CISF)
  • Indo-Tibetan Border Police (ITBP)
  • Sashastra Seema Bal (SSB)

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 357টি।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

আমরা ওপরে যে সমস্ত পদের কথা এখানে আলোচনা করলাম, সেগুলির প্রত্যেকটিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে।

Read More: অসংখ্য শূন্যপদে হোমগার্ড নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে 01.08.2025 তারিখ অনুসারে । কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন , তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুসারে এখানে সরাসরি চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে গেলে সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে। আপডেট হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন টি পেমেন্ট করেছে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তাদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মানদন্ড পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ম করা হবে।

আবেদন মূল্য (Application Process) :

এখানে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি শ্রেণীর প্রার্থীর জন্য 200 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। আর অন্যান্য কোনো শ্রেণীর প্রার্থীদের আবেদনমূল্য প্রয়োজন নেই এখানে চাকরির ক্ষেত্রে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে আগামী 25.03.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment