Pension Increment 2025: আমাদের এই দেশে প্রায় সমস্ত সরকারি কর্মচারীরাই অনেকদিন যাবতই বেসরকারি খাতে কর্মরত কর্মচারীদের তুলনায় প্রচুর বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং ভোগ করেছেন। তবে বেসরকারি খাতের কর্মচারীদের জন্য বিশেষ করে বলতে গেলে তাদের পেনশন সুবিধার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই।
কেননা দেশের বেসরকারি খাতে কর্মীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা অর্থাৎ EPFO এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে দেশের মধ্যে। যেটা সারা দেশের লক্ষ লক্ষ পেনশনভোগের জীবন বড় একটা সুখবর হতে চলেছে। চলতি বছরের বাজেটের আগে দেশের সমস্ত অবসরপ্রাপ্ত EPS-95 কর্মচারীদের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের সাথে দেখা করে এবং ন্যূনতম পেনশন প্রতিমাসে বাড়িয়ে 7500 টাকা করে দেওয়ার জন্য অনুরোধ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে। তারা নিজেদের দাবির মধ্যে মহার্ঘ ভাতা অর্থাৎ DA কেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।
এই নিয়ে অর্থমন্ত্রী প্রতিনিধিদলকে আসস্ত করে বলেছেন যে, তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে । তিনি অবশ্য ইতিবাচক ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে তাদের দাবিগুলো খুব শীঘ্রই মেনে নেওয়া হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা যে, UPSC এর অধীনে নূন্যতম পেনশন শেষবার 2014 সালের সেপ্টেম্বর মাসে বাড়ানো হয়েছিল, যখন এটি 1000 টাকায় বৃদ্ধি পেয়েছিল। UPF এর ব্যবস্থায়, কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই একজন কর্মচারীর মূল বেতনের 12% প্রভিডেন্ট ফান্ডে অবদান রাখেন। যার মধ্যে 8.33% ইপিএসে যায়, বাকি পরিমাণ EPF অ্যাকাউন্টে জমা হয়। যেটা এক দশকের মধ্যে প্রথম পেনশন সংশোধন। যা পেনভোগীদের আর্থিক নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
Read More: অসংখ্য শূন্যপদে হোমগার্ড নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ
এক বড় সহায়তা পাবেন পেনশনভোগীরা :
সু সংবাদ হলো যে পেনশনভোগীরা তাদের পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে চলেছেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য প্রতিশ্রুতি দিয়েছেন, যে পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি সহ দাবিগুলো মোকাবিলায় পদক্ষেপ করা হবে। কেননা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মহার্ঘ ভাতা অর্থাৎ DA, যেটা পেনশনের সাথে যুক্ত করা হবে। যার ফলে দেশের সমস্ত পেনশনভোগীদের আয় প্রায় 7 গুণ পর্যন্ত বৃদ্ধি। আর এই পরিবর্তনের ফলে বর্তমানে EPFO এর আওতাভুক্ত 78 লক্ষেরও বেশি টেনশন ভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
কি দাবি রয়েছে পেনশনভোগীরের সংগঠনের ?
দেশের পেনশনভোগীদের সংগঠন, আন্দোলন সমিতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ইতিমধ্যেই উন্মোচন করে দিয়েছে। এদের মধ্যে কেবল ন্যূনতম পেনশন বৃদ্ধি শুধু নয়, এর পাশাপাশি পেনশনভোগীদের জন্য উপলব্ধ সম্পত্তির উন্নতি এবং অবসর ও তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও উচ্চতর পেনশন সুবিধা সম্পর্কিত ত্রুটিগুলি সংশোধন করাও অন্তর্ভুক্ত রয়েছে।

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.