sarkari chakri:

Public Provident Fund: 31 মার্চের শীঘ্রই করে ফেলুন এই কাজ, না হলে বন্ধ হয়ে যেতে পারে PPF অ্যাকাউন্ট

Public Provident Fund: বর্তমান ভারতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY হলো সব থেকে জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। ভালো সুদের হার এবং কর সুবিধা প্রদান করে হয় এই প্রকল্পের অধীনে সাধারণ জনগণকে। তবে এই সমস্ত প্রকল্পগুলির একাউন্টধারীদের একাউন্ট সক্রিয় রাখার জন্য আগামী 31 মার্চের আগে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ টাকা জমা করতে হবে, না হলে বন্ধ করে দেওয়া হবে তাদের PF অ্যাকাউন্ট। বন্ধ হয়ে যাওয়ার পর সেটাকে যদি আপনি পুনরায় চালু করতে যান, তাহলে আপনাকে কিছু পরিমাণ টাকা জরিমানা হিসেবে দিতে হবে। কিন্তু এমন সিদ্ধান্ত কেন নেয়া হলো হঠাৎ সরকারের তরফ থেকে ? এটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এবার সেই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত করে জেনে নেওয়া যাক চলুন ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PPF অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা :

একটি PPF অ্যাকাউন্ট অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এর জন্য প্রতিবছর ন্যূনতম 500 টাকা আমানত হিসেবে প্রয়োজন। যদি আপনি আর্থিক বছরের শেষের মধ্যে সেই টাকা জমা না করেন , তাহলে আপনার ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অতিরিক্ত ভাবে একাউন্টে পুনরায় চালু করার জন্য আপনাকে 50 টাকা জরিমানা হিসেবে জমা করতে।

PPF অ্যাকাউন্টের সুদের হার বর্তমানে 7.1% । হারানোর জন্য এবং আপনার অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে চলতে মাস অর্থাৎ আগামী 31শে মার্চের আগে নূন্যতম 500 টাকা জমা করতে কোন মতেই ভুলবেন না, তা না হলে আপনার PPF অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।

Read More: সরকারের নতুন প্রকল্পে মহিলারা পাবে প্রতি মাসে 2500 টাকা

SSY অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা :

সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY প্রকল্পের জন্য প্রতিবছর নূন্যতম 250 টাকা জমা করতেই হবে। এই যোজনাটি বিশেষভাবে কন্যা সন্তানের জন্য সরকারের তরফ থেকে নিয়ে আসা। এই যোজনার অধীনে অ্যাকাউন্টটি শুধুমাত্র 10 বছরের কম বয়সী কন্যা সন্তানের বাবা মা বা আইনি অভিভাবকেরা খুলতে পারেন।

এখন বর্তমানে SSY অ্যাকাউন্টের সুদের হার 8.2%। যদি সর্বনিম্ন এই 250 টাকা আপনারা আগামী 31শে মার্চের আগে জমা না করে নিজেদের SSY অ্যাকাউন্টে, তাহলে আপনাদের সেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই অ্যাকাউন্টটি 21 থেকে 18 বছর বয়সের পর মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত বৈধ। এটি মেয়ের 18 বছর বয়সের পরে উচ্চশিক্ষার জন্য আংশিকভাবে টাকা তোলার অনুমতি দেয়।

SSY ও PPF এর কর এর সুবিধা :

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) উভয়ই আয়কর আইনের দ্বারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা প্রদান করে। যার ফলে আপনি বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর সাশ্রয় করতে পারবেন। সুতরাং এই সমস্ত প্রকল্পগুলিতে বিনিয়োগ আপনাকে কেবল ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেই সাহায্য করেনা বরং এর পাশাপাশি কর সঞ্চয় সুবিধা ও প্রদান করে। যে কোনো রকম অসুবিধা এবং জরিমানা এড়াতে আগামী 31শে মার্চের আগে আপনারা অবশ্যই এই PPF ও SSY অ্যাকাউন্টে ন্যূনতম অর্থ জমা করে দিন, জরিমানা এড়ানোর জন্য।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment