BSK Job Recruitment 2025: বাংলার সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাশ

BSK Job Recruitment 2025 : বাংলার সহায়তা কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় সিনিয়র সফটওয়্যার পার্সোনেল, সিনিয়র সফটওয়্যার কর্মী ইত্যাদি পদে নিয়োগ করা হবে মূলত চুক্তির ভিত্তিতে। যেখানে আবেদন করতে পারবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ BSK এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনারা খুব সহজেই আমাদের এই প্রতিবেদনটি পড়ে এখানে চাকরির জন্য আবেদন করে ফেলতে পারেন। কারণ আমরা এখানে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় চমৎকার রকম তথ্য আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নিন একটু।

নিয়োগকারী সংস্থা : Banglar Sahayata Kendra

পোষ্ট তারিখ (Post Name) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিতে বাংলা সহায়তা কেন্দ্রে তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 03.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

BSK এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Senior Software Personnel পদে।

প্রয়োজনীয় যোগ্যতা (Required Qualification) :

উল্লেখিত পথে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের MCA/B.Tech/M.Tech ইত্যাদি ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী কে .NET, MSSQL, PLSQL, JavaScript, PHP, MYSQL এর কাজের দক্ষতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এই SSP পদে যেসমস্ত ব্যক্তিরা চাকরির জন্য আবেদন করবেন, তাদের বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিউ অনুযায়ী এখানে আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure)

যে সমস্ত ব্যক্তিরা এখানে নিযুক্ত হবেন, তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে BSK এর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

Read More: সরকারের নতুন প্যান 2.0 বানিয়ে ফেলুন এখনই

শূন্যপদের সংখ্যা (Number of Vacancy) :

শুধুমাত্র 1টি পদেই এখানে Senior Software Personnel নিয়োগ করা হচ্ছে।

কিভাবে আবেদন করবেন (How to Apply) :

বাংলা সহতা কেন্দ্রে উল্লেখিত পদে আবেদন করতে সরাসরি অনলাইনের মাধ্যমেই। তার জন্য আগ্রহী যাকে প্রার্থীদের চলে যেতে হবে BSK এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে। সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারী।

রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। লগইন হয়ে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাবে, সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করে দিতে। শেষে এপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি শেষ হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি (Candidate Selection Process) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু07.03.2025
আবেদনের শেষ20.03.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment