sarkari chakri:

কেরালা পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ , মাসিক বেতন ১৬৫০০ টাকা |KPSC Recruitment 2024

কেরালা পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ: কেরালা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে ১৬,৫০০ টাকা বেতনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Kerala Public Service Commission KPSC। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী, তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেরালা পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

কেরালা পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ , মাসিক বেতন ১৬৫০০ টাকা
কেরালা পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ– ২২.০৪.২০২৪

বিজ্ঞাপন নাম্বার– 065/2024

কি পদ্ধতিতে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন– প্রার্থীদের এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতা ডকুমেন্টস,পাসপোর্ট সাইজ ফটো, প্রার্থীর সই এবং আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়ার সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া শেষে একটি হার্ডকপি নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিতে হবে।

আরও পড়ুন: পোস্ট অফিসে চাকরি

প্রার্থী বাছাই পদ্ধতি– প্রার্থী দের OMR শিট অথবা লিখিত পরীক্ষা সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে– Kerala Public Service Commission (KPSC)

পদের নাম– office Attendant পদে নিয়োগ করা হবে।

কাজের স্থান– ভারতের কেরালাতে নিয়োগ করা হবে।

শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ১২৫ টি

বেতন– ১৬৫০০ টাকা থেকে ৪৪০৫০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীদের এখানে নূন্যতম যোগ্যতা সপ্তম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন।

বয়স– আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদনের শেষ তারিখ– ১৫.০৫.২০২৪

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment