WBPSC Miscellaneous Syllabus 2023 in Bengali: আজকে আমরা নিয়ে এসেছি WBPSC Miscellaneous Syllabus 2023 in Bengali। এই সিলেবাসটি মূলত PSC বা পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস এর অফিসিয়াল সিলেবাস। এটি মূলত PSC কর্তৃক ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা এটা বাংলায় অনুবাদ করে তোমাদের জন্য দিলাম। আজকের এই পিডিএফ আকারে যে সিলেবাসটি প্রদান করা হয়েছে সেটির মধ্যে খুব সুন্দর ভাবে বাংলা ভাষায় মিসলেনিয়াস পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি বর্ণিত রয়েছে। যেটি আপনাদের এই পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি সিলেবাস টি দেখে নিন।
WBPSC Miscellaneous Syllabus 2023 in Bengali

WBPSC Miscellaneous পরীক্ষার নিয়োগ পদ্ধতি:-
01. প্রিলিমিনারি পরীক্ষা : আবেদনকারী প্রার্থীদের প্রথমে ২০০ নাম্বারের preliminary পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন সংখ্যা থাকে ১০০টি এবং সময় থাকে ৯০ মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান ২ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ২/৩ নম্বর কাটা হবে। প্রশ্নের ধরণ MCQ এবং প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা ভাষায় হয়।
02. মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট: Preliminary পরীক্ষায় উত্তীর্ণ হলে ৪৫০ নাম্বারের ডেসক্রিপটিভ টাইপ Mains পরীক্ষা হবে। তারপরে প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট এর জন্য ডাকা হবে। এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার বিভাজন
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
জেনারেল স্টাডিজ | ৭৫ | ১৫০ |
পাটিগণিত | ২৫ | ৫০ |
মোট | ১০০ | ২০০ |
মেন পরীক্ষার নাম্বার বিভাজন
পেপার | বিষয় | নম্বর | সময় |
পেপার-১ | ইংরেজি | ১৫০ | ১ ঘণ্টা ৩০ মিনিট |
পেপার-২ | বাংলা/হিন্দি/ উর্দু/নেপালি/সাঁওতালি | ১৫০ | ১ ঘণ্টা ৩০ মিনিট |
পেপার-৩ | জেনারেল স্টাডিজ ও পাটিগণিত | ১৫০ | ২ ঘণ্টা ৩০ মিনিট |
WBPSC Miscellaneous Syllabus:
01. Genarel Awareness :
- Social Studies (কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, পুরস্কার, চলচ্চিত্র )
- General Science and Environmental Studies (দশম শ্রেণী পর্যন্ত)
02. Numerical & Mathematical Ability :
- সময় এবং কার্য, লাভ ও ক্ষতি, *দশমিক এবং ভগ্নাংশ
- একক এবং সম্পর্ক
- সরল সুদ
- গ.সা.গু এবং ল.সা.গু
- অনুপাত এবং সমানুপাত*সরল সুদ
- শতকরা
- সময় এবং দূরত্ব
- গড়
- বর্গ ও বর্গমূল
03. পেপার-১ ইংরেজি:
- Vocabulary
- Grammar
- Synonyms
- Antonyms
- Comprehension
- Sentence Structure
- Condensing of a prose passage (summary/precis)
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে পেপার ১ ও পেপার ২ এর প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।
আরো পড়ুন : PSC মিসলেনিয়াসে কর্মী নিয়োগ

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.