ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়: ভারতীয় রেলের তরফ থেকে ফের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় ৩১১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারতীয় রেলের পূর্ব শাখা। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে আবেদন জানতে পারেন।

Join Our WhatsApp Channel
Join Our Telegram Channel

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়

পোস্ট তারিখ: 12.09.2023

বিজ্ঞাপন নং: RRC-ER/Act Apprentices/2023-24

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে, এছাড়াও লাগবে চাকরি প্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার নথিপত্র।

আবেদন পদ্ধতি: প্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে মনোযোগ সহকারে পূরণ করতে হবে।দিয়ে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে, আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

মোট শূন্যপদ: 3115 টি

প্রার্থী বাছাই পদ্ধতি: চাকরি প্রার্থীদের মাধ্যমিক ও ITI ট্রেড এর নাম্বারে ভিত্তিতে এখানে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে, যার মাধ্যমে নিয়োগটি সম্পূর্ণ হবে।

কোন কোন পদে নিয়োগ হবে: নিয়োগ করা হবে নানা রকমের পদে।

  • Fitter
  • Welder
  • Turner
  • Machinist
  • Carpenter
  • Painter (General)
  • Mechanic (DSL)
  • Mechanic (Motor Vehicle)
  • Electrician
  • Electronics Mechanic
  • Wireman
  • Mechanic Refrigeration and AC

শূন্যপদ স্থান: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের মোট ছয়টি জায়গায় অ্যাপ্রেন্টিস হিসাবে কর্মী নিয়োগ করা হবে। এগুলি হলো –
আসানসোল, মালদা, কাঁচরাপাড়া, শিয়ালদা, লিলুয়া এবং হাওড়া। কোন ট্রেডে কত শূন্যপদ রয়েছে সেগুলি আমাদের বিস্তারিত জানাতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে 50% নং নিয়ে পাস সহ যেকোনো ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বেতনক্রম: রেলওয়ে বোর্ডে নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রার্থীদের মাসিক বৃত্তি দেয়া হবে, এছাড়াও কোর্স শেষ হয়ে গেলে দেয়া হবে সার্টিফিকেট।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ন্যূনতম 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

আবেদন মূল্য: OBC এবং General শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ও অন্যান্য অর্থাৎ SC/ST/PWD/Women দের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ: 26.10.2023

অফিসিয়াল নোটিশ: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো পড়ুন : BECIL তে কর্মী নিয়োগ

Leave a Comment