পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যোগ্য শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীরা এখানে চাকরির আবেদন জানাতে পারে। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যায় মাধ্যমে তারা খুব সহজেই আবেদন জানতে পারে ।
পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
বিজ্ঞাপন নং: 105/ICDS/DJ-PUL/23
পোস্ট তারিখ: 09.11.2023
কোন সংস্থা নিয়োগটি করছে: ICDS (Darjeeling District)
আবেদন পদ্ধতি: এখানে সম্পূর্ণভাবে অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে এই নিয়োগের যে অফিসের বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে আবেদন পত্রটি দেওয়া আছে, সেটা কে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। তারপর মনোযোগ সহকারে পূরণ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নিম্নোক্ত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Block Development Officer of the Block Development Office Office Darjeeling Pulbazar Development Block, P.O-Bijanbari, Dist-Darjeeling, Pin-734201
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: 25টি
কোন কোন পদে নিয়োগ হবে: ICDS Anganwadi Helper.
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের এখানে।
বয়স: চাকরিপ্রার্থীদের বয়স 2023 সালের হিসেবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
বেতন: সঠিক ভাবে উল্লেখ করা নেই।
কাজের স্থান: দার্জিলিং জেলার রঙ্গীত,বাদামতাম,দার্জিলিং, দাবাই পানি ও অন্যান্য বিভিন্ন জায়গার শিশু বিকাশ কেন্দ্রগুলোতে।
আবেদন মূল্য: এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না চাকরিপ্রার্থীদের।
অফিসিয়াল নোটিশ: Click Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ