sarkari chakri:

সপ্তম শ্রেণী পাশে সিকিউরিটি গার্ডে কর্মী নিয়োগ

সপ্তম শ্রেণী পাশে সিকিউরিটি গার্ডে কর্মী নিয়োগ: Eastern Coldfield Limited এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম সপ্তম শ্রেণী পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগটি পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে এখানে শুধুমাত্র পুরুষ চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণী পাশে সিকিউরিটি গার্ডে কর্মী নিয়োগ

সপ্তম শ্রেণী পাশে সিকিউরিটি গার্ডে কর্মী নিয়োগ
সপ্তম শ্রেণী পাশে সিকিউরিটি গার্ডে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ: 07.11.2023

নোটিশ নং: ECL/CMD/C-6/Recruitment/Selection-SG(Mugma)/23/421

মোট শূন্যপদ: 244টি

কোন পদ্ধতিতে আবেদন করতে হবে: এখানে আবেদনটি সম্পূর্ণ হবে অনলাইন ও অফলাইন দুই মাধ্যম নিয়ে।

আবেদন পদ্ধতি: প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে আবেদন পত্রটি দেওয়া রয়েছে, সেটাকে প্রিন্ট আউট বার করে যাবতীয় তথ্য সহযোগে পুরো ফরমটি ফিলাপ করতে হবে এবং তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জেরক্স করে গেঁথে দিতে হবে। শেষে পূরণ করা ফর্ম সহ যাবতীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে নির্দিষ্ট মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

কোন সংস্থা নিয়োগটি করছে: Eastern Coldfield Limited.

আবেদনপত্র পাঠানোর Mail I’d – Bhartiect@gmail.com

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: কর্মরত জায়গার GM/HOD দের ঠিকানাতে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: নির্দিষ্ট ভাবে উল্লেখ করা নেই।

কাজের স্থান: মুগমা অঞ্চলের কোলিয়ারিতে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।

কোন পদে নিয়োগ হবে: Security Guard.

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম প্রার্থীদের সপ্তম শ্রেণি পাস থাকতে হবে ।

বয়সসীমা: যেকোনো বয়সের প্রার্থীরা এখানে আবেদন জানতে পারে। কোনো রকম নির্দিষ্ট বয়স এখানে উল্লেখ করা নেই।

বেতন: সঠিক ভাবে উল্লেখ করা নেই।

শারীরিক মাপজোক: GEN/OBC প্রার্থীদের 5’55” এবং SC/ST প্রার্থীদের 5’3″ থাকতে হবে।

আবেদন মূল্য: কোনো রকম আবেদন মূল্য লাগবে না এখানে আবেদনের জন্য প্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ: 23.11.2023

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment