sarkari chakri:

National Institute of Open School NOIS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

NOIS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ: National Institute of Open School (NIOS) এর তরফ থেকে ফের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে NIOS ।পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে আবেদন জানতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

NOIS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

National Institute of Open School NOIS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
National Institute of Open School NOIS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নং: সঠিক ভাবে উল্লেখ করা নেই।

পোস্ট তারিখ: 30.11.2023

কোন সংস্থা নিয়োগটি করছে: National Institute of Open School (NIOS).

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, আবেদনের জন্য চাকরিপ্রার্থীর একটু বৈধ্য মোবাইল নং ও ইমেইল অদ প্রয়োজন হবে। এছাড়াও লাগবে চাকরি প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতায় ডকুমেন্টস।

আবেদন পদ্ধতি: প্রথমে NIOS এর অফিসিয়াল ওয়েবসাইট www.nuos.cbt-exam.in তে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। তার পর সমস্ত প্রয়োজনীয় নথি সহযোগে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে। শেষে নিজেদের সাক্ষর,পাসপোর্ট ছবি, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর আবেদন মূল্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।

মোট শূন্যপদ: 62টি।

কোন কোন পদে নিয়োগ হবে: এখানে 3টি গ্রুপে মোট 13 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

GROUP A –

1.Deputy Director (Capacity Building Cell & Academic) – 1টি শূন্যপদ

2.Asistant Director (Administration) – 2টি শূন্যপদ

3.Academic Officer – 4টি শূন্যপদ

GROUP B –

1.Section Officer – 3টি শূন্যপদ

2.Public Reletion Officer – 1টি শূন্যপদ

3.EDO Supervisor – 21টি শূন্যপদ

4.Graphic Artist – 1টি শূন্যপদ

  1. Junior Engineer (Electrical) – 1টি শূন্যপদ

GROUP C –

1.Asistant – 4টি শূন্যপদ

2.Stenographer – 3টি শূন্যপদ

3.Junior Assistant – 10টি শূন্যপদ

4.Multi Tasking Stuff – 11টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: এখানে উল্লিখিত প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের চাওয়া হয়েছে, এ সমন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখেনিন।

বেতনক্রম: উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে 18000 থেকে 209200 টাকা পযন্ত মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স 2023 সালের হিসেবে 55 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: এখানে উল্লিখিত গ্রুপ A এবং গ্রুপ B এর পদগুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং গ্রুপ C এর ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য: পদ অনুসারে বিভিন্ন রকম মূল্য চাওয়া হয়েছে, বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের শেষ তারিখ: 21.12.2023

অফিসিয়াল নোটিশ

অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন আবেদন

আরও পড়ুন: ভারত সরকারের Anthropological survey of India তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment