কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ

কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ: কলকাতা মিউনিসিপ্যালিটি এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বসিয়েছে, যেখানে বলা হয়েছে ডি. ফার্মা. এর যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন।পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা নির্বিশেষে সকল উপযুক্ত যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের জানাতে পারেন। সুতরাং, যেসমস্ত প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজের এই প্রতিবেদনের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে আবেদন জানতে পারেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ

কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ
কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নং: 08/Kolkata City NUHM Society/2023-24

পোস্ট তারিখ: 25.11.2023

কোন সংস্থা নিয়োগটি করছে: Kolkata Municipality.

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে, এছাড়াও লাগবে চাকরি প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতায় ডকুমেন্টস।

আবেদন পদ্ধতি: প্রথমে এই প্রতিবেদনের একদম নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে, দিয়ে সেটিকে প্রিন্ট করিয়ে নিয়ে নির্ভুল ভাবে সমস্ত তথ্য সহযোগে পূরণ করতে হবে এবং তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি ও 2টি পাসপোর্ট সাইজের ছবি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Kolkata Municipality Corporation (CMO Bldg) 5, S.N Banerjee Road, Kolkata – 700013

মোট শূন্যপদ: 19টি

কোন পদে নিয়োগ করা হবে: ফার্মাসিস্ট

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী চাকরিপ্রার্থীকে 2 বছরের ডি ফার্মা করা থাকতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স 2023 সালের হিসেবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন-ক্রম: নির্বাচিত প্রার্থীদের মাসিক 22,000 টাকা বেতন দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে মেরিটের উপরে এবং তার পর Practical Exam এর ওপর ভিত্তি করে নিয়োগটি সম্পূর্ণ হবে।

আবেদনের শেষ তারিখ: 22.12.2023

অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র

আরও পড়ুন: গ্রাজুয়েশন পাশে Export Import Bank of India তে কর্মী নিয়োগ

Leave a Comment