West Bengal লেডি কনস্টেবল পুলিশ পরীক্ষার তারিখ প্রকাশিত হলো। দেখে নিন বিস্তারিত

West Bengal লেডি কনস্টেবল পুলিশ পরীক্ষার তারিখ প্রকাশিত হলো: West Bengal Police Recruitment Board (WBPRB) এর তরফ থেকে ডিসেম্বর যে লেডি কনস্টেবল এর রিক্রুটমেন্ট বেরিয়েছিল। গত 29শে ডিসেম্বর সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে WBPRB ।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

West Bengal লেডি কনস্টেবল পুলিশ পরীক্ষার তারিখ প্রকাশিত হলো

West Bengal লেডি কনস্টেবল পুলিশ পরীক্ষার তারিখ প্রকাশিত হলো
West Bengal লেডি কনস্টেবল পুলিশ পরীক্ষার তারিখ প্রকাশিত হলো

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে, চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন নং পেয়েছিল, সেটা এবং তার জন্ম তারিখ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আগামী 10ই জানুয়ারি 2024 তারিখে তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। আপনাদের সুবিদার্থে এই প্রতিবেদনে আমরা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তার একটি নিয়ম দেখিয়ে দিলাম।

*West Bengal Ledy Constable Police অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন ধাপে ধাপে:-

1.প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে।

2.তার পর হোম পেজে এসে Recruitment ট্যাবে ক্লিক করতে হবে।

3.নতুন পেজে West Bengal Police 2023 PMT/PET অ্যাডমিট কার্ড লিংকে লেডি কনস্টেবল লিংকে ক্লিক করতে হবে।

4.সেখানে নতুন পেজে আপনার অ্যাপ্লিকেশন নং এবং জন্য তারিখ দিন এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

5.তার পর আপনার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে ফুটে উঠে। সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

আরও পড়ুন: Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ

Leave a Comment