মাধ্যমিক পাশে 4214 টি শূন্যপদে গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে 4214 টি শূন্যপদে গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ: Delhi Subordinate Services Selection Board এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Delhi Subordinate Services Selection Board । পশ্চিমবঙ্গ কিংবা ভারতে যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীদের একজন চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল যার মাধ্যমে তারা খুব সহজে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

মাধ্যমিক পাশে 4214 টি শূন্যপদে গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশে 4214 টি শূন্যপদে গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে 4214 টি শূন্যপদে গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নং – F.4 (199)/P&P-I/DSSSB/2023/4098

পোষ্ট তারিখ – 22.12.2023

কোন সংস্থার নিয়োগটি করছে – Delhi Subordinate Services Selection Board .

কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে – এখানে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরির জন্য। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর সমস্ত রকম পরিচয় পত্রের ডকুমেন্টস্। শিক্ষাগত যোগ্যতার বৈধ নথি এবং মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লাগবে। এছাড়াও লাগবে তার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

আবেদন পদ্ধতি – প্রথমে এই দপ্তরের অফিসার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় কিছু বেসিক তথ্য দিয়ে নিজে রেজিস্ট্রেশন টি সম্পন্ন করতে হবে। তারপর ফিউচার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফরমটি সমস্ত রকম তথ্যাদি দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনে সমস্ত রকম ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবার শেষে আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে।

মোট শূন্যপদ – 4214টি।

কোন পদে নিয়োগ হবে – এখানে মোট 8 ধরনের পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সেগুলি হল –

  1. Junior Assistant
  2. Lower Division Clerk Cum Typist
  3. Lower Division Clerk
  4. Stenographer Grade II
    5.Junior Assistant (Hind/English)
    6.Junior. Stenographer
    7.Stenographer
    8.Asistant Grade -I (Post Code – 802/23)

শিক্ষাগত যোগ্যতা – শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারেন।

বয়স – চাকরি প্রার্থীদের বয়স চলতি বছরের হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন – বেতনের পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা নেই এখানে।

আবেদন শুরু – 09.01.2024

আবেদন মূল্য – জেনারেল এবং OBC শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত ও মহিলাদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ – 01.02.2024

অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল নোটিশ

আরও পড়ুন: India Post Payment Bank এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment