ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Airport Authority of India। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ

ইন্টারভিউ এর মাধ্যমে ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ
ইন্টারভিউ এর মাধ্যমে ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ: ১৮.০১.২০২৪

বিজ্ঞাপন নাম্বার: 01/2023/APPRENTICE/GRADUATE/DIPLOMA/ITI/ER

কি পদ্ধতিতে আবেদন করবেন: এখানে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বৈধ email id এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে সমস্ত যোগ্যতা ডকুমেন্টস।

কিভাবে আবেদন করবেন: আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে Airport Authority of India এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে: Airport Authority of India

পদের নাম: গ্রাজুয়েট ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি এবং ITI ট্রেড পদে কর্মী নিয়োগ করা হবে।

কাজের স্থান: ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ করা হবে ।

শূন্যপদ: সব কয়টি পদ মিলিয়ে মোট শূন্য পদ আছে ১৩০ টি

বেতন: ৯০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট ট্রেনি প্রার্থীদের ক্ষেত্রে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে Aeronautical, Automobile, Architecture, Civil, Computer Science, Data Analysis, Electrical, Electronics, IT, Mechanical যেকোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
ডিপ্লোমা ট্রেনি প্রার্থীদের ক্ষেত্রে Aeronautics, Automobile, Architecture, Civil,
Computer Science, Data , Analysis, Electrical,
Electronics, IT, Mechanical, Mathematics/Statistics এ যেকোনো একটি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
ITI ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে Computer Operator , Programming Assistant,
Electrical, Mechanic, Electronics, Steno এর যেকোনো একটি বিষয়ে ITI সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর বয়স সীমা ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।

জাতীয়তা: অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য: কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ: ৩১.০১.২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট

অফিশিয়াল নোটিশ

আরও পড়ুন: হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment