National Investigation Agency তে কর্মী নিয়োগ: National Investigation Agency এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে,যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ১২০ টি-শূন্য পদে কর্মী করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারত সরকার অধিনস্ত National Investigation Agency। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোন জায়গা থেকে উপযুক্তযোগ্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।
National Investigation Agency তে কর্মী নিয়োগ
বিজ্ঞাপন নং:- E-95/001/Depu-Insp & SI/NIA/2024/18033
পোস্ট তারিখ:- 22.12.2023
কোন সংস্থা নিয়োগটি করছে:- National Investigation Agency
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), মোবাইল নং, ইমেইল আইডি, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি লাগবে।
আবেদন পদ্ধতি:- আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে এই নিয়োগের যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নিয়ে, ওই নোটিশের মধ্যে 10নং পাতায় রয়েছে আবেদন করার ফর্ম সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সমস্ত রকম তথ্য সহকারে আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে ও ফর্মের উপর একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। অতঃপর ফিলাপ করা ফর্ম এবং যেসব ডকুমেন্টস গুলো ফর্মে প্রয়োজন হয়েছে অথবা চাওয়া হয়েছে সেগুলো এর নকল বা জেরক্স কপি একটি মুখ বন্ধ ভরে নির্দিষ্ট ঠিকানায় সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদনপত্র পাঠানো ঠিকানা:- The SP(Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003 ।
মোট শূন্যপদ:- 120টি।
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে মোট 4 ধরনের পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সেগুলি হল –
পদের নাম | শূন্যপদ | মাসিক বেতন |
Sub-Inspector | 51টি | Pay Level 6 অনুসারে |
Inspector | 43টি | Pay Level 7 অনুসারে |
Assistant Sub-Inspector | 13টি | Pay Level 5 অনুসারে |
Head Constable | 12টি | Pay Level 5 অনুসারে |
শিক্ষাগত যোগ্যতা:- এখানে উল্লেখিত প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকমের চাওয়া হয়েছে। বিস্তারিত এই সম্বন্ধে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিন।
প্রার্থী বাছাই পদ্ধতি:- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:– এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না।
আবেদনের শেষ তারিখ ও সময়:- 19.02.2024 বিকেল 5টা।
আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ