উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ: রাজ্যের ভূমি দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত ব্যাক্তিদের Clerk এবং Draftman পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল। যার মাধ্যমে তারা খুব সহজে এখানে আবেদন জানাতে পারেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ
উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নং:- Land Reforms Officer/10

পোস্ট তারিখ:- 09.01.2024

কোন সংস্থা নিয়োগ করছে:- পশ্চিমবঙ্গ সরকার অধীনস্ত পশ্চিম বর্ধমান জেলার ভূমি কল্যাণ দপ্তর।

কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের এই সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট ফটো, মোবাইল নং, ইমেইল আইডি, পূর্ববর্তী কাজের ডকুমেন্টস, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি লাগবে।

আবেদন পদ্ধতি:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে নিচের দেওয়া অফিশিয়াল নোটিশটি থেকে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তারপর সমস্ত রকম তথ্য সহযোগে আবেদন ফরমটি একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস গুলির নকল বা জেরক্স কপি ওই ফিলাপ করা ফর্মের সঙ্গে গেঁথে একটি মুখ বন্ধ খামে ভরে সময় পূর্বে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা:- Office of the District Land and Land Reforms officer, Keranitola, P.O-Midnapore, Dist-Paschim Bardhaman, Pin-721101

মোট শূন্যপদ:- 11টি।

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মোট 2 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হল –

পদের নামশুন্যপদমাসিক বেতন
Clerk09টি10,000 টাকা
Draftsman02টি12,000 টাকা

বয়স:- উপরিয়ক্ত দুইটি পদের ক্ষেত্রেই বয়স 01.01.2024 অনুসারে 64 বছরের কম হতে হবে।

যোগ্যতা:- দুইটি পদের ক্ষেত্রে এই যোগ্যতা ভিন্ন ভিন্ন ধরনের চাওয়া হয়েছে, কিন্তু অবশ্যই আবেদনকারীদের রাজ্য সরকারের একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে । বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি একবার দেখে নিতে পারেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য কোনরকম মূল্য দিতে হচ্ছে না।

আবেদনের শেষ তারিখ:- 19.01.2024

অফিসিয়াল নোটিশ ও আবেদন ফর্ম

অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

Leave a Comment