রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরে কর্মী নিয়োগ:- হাওড়া জেলার ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে L and LR পাস যোগ্যতার 3টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে District Land and Land Reforms Officer, Howrah । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরির করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরে কর্মী নিয়োগ
এই বিজ্ঞপ্তিট কোথা থেকে প্রকাশিত হয়েছে:- হাওড়া জেলার ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।
বিজ্ঞাপন নং:- 345/2/836/2024/LR
পোস্ট তারিখ:- 19.02.2024
কোন সংস্থা নিয়োগটি করছে:- District Land and Land Reforms Officer, Howrah
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে । আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস,পূর্ববর্তী কাজের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নং,ইমেইল আইডি ইত্যাদি লাগবে।
আবেদন পদ্ধতি:- চাকরিপ্রার্থীদের সবার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে 3 নং পাতায় আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সমস্ত রকম তথ্য সহযোগে একদম নির্ভুলভাবে আবেদন পদ্ধতি পূরণ করতে হবে, সাথে প্রয়োজনে সমস্ত রকম ডকুমেন্টের জেরক্স কপি সংযুক্ত করতে হবে। এরপর সমস্ত কাগজ গুলিকে একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- District Land and Land Reforms Officer , হাওড়া অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপবক্সে আবেদন পদ্ধতি জমা করে আসতে হবে। অথবা এ ঠিকানায় পাঠাতে হবে।
মোট শূন্যপদ:- 3টি
কোন পদে নিয়োগ করা হবে:- Clerk
যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের L and LR দফতরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
বয়স:- 60 থেকে সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা:- 1 বছর
আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
ইন্টারভিউয়ের স্থান:- Office Chamber of Additional, District Magistrate, Nityadhan Mukherjee, Howrah 711101
ইন্টারভিউয়ের তারিখ:- 05.03.2024
আবেদনের শেষ তারিখ:– 04.03.2024