রাজ্যের DM অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ:- দার্জিলিং জেলার DM অফিসের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যেকোনো সরকারি অবসর প্রাপ্ত কর্মচারী কে 1টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে District Magistrate Officer, Darjeeling District । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
রাজ্যের DM অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লার্ক নিয়োগ
এই চাকরির বিজ্ঞপ্তিট কোথা থেকে প্রকাশিত হয়েছে:- দার্জিলিং জেলার জেলা ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।
বিজ্ঞাপন নং:- উল্লেখ নেই
পোস্ট তারিখ:- 01.03.2024
কোন সংস্থা নিয়োগটি করছে:- Darjeeling District DM Officer
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস,পরিচয়পত্রের ডকুমেন্টস,পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র,পাসপোর্ট সাইজের ছবি,মোবাইল নং,ইমেইল আইডি ইত্যাদি লাগবে।
আবেদন পদ্ধতি:- এখানে চাকরি কোনো চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে কোনো রকম আবেদন করতে হবে। আবেদনের জন্য শুধুমাত্র যে আবেদন ফরমটা দেওয়া রয়েছে সেটিকে ফিলাপ করতে হবে এবং তার সঙ্গে দুই কপি রঙিন সাইজের ছবি ও প্রয়োজনীয় নথিগুলি নিয়ে উল্লেখিত ঠিকানায় সময়ের মধ্যে পৌঁছে গেলেই হবে ইন্টারভিউ এর দিন।
ইন্টারভিউ এর তারিখ ও সময়:- 06.03.2024 সকাল 10:30 টা।
ইন্টারভিউ ঠিকানা:- Office Chamber of Additional District Magistrate, District Magistrate Office, Darjeeling
মোট শূন্যপদ:- 1টি
কোন পদে নিয়োগ করা হবে:- Clerk
যোগ্যতা:- এখানে আবেদনকারী প্রার্থীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
বয়স:- আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 64 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 10,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
কাজের স্থান:- দার্জিলিং কালেক্টর অফিস।
নিয়োগের সময়সীমা:- 1 বছর
আবেদনের শেষ তারিখ:- 06.03.2024
আরও পড়ুন:- রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ